
মেসি কাণ্ডের চোটে সোশাল মিডিয়ায় ট্রোল টলিউড অভিনেত্রী শুভশ্রী। তবে সেই ট্রোলের জবাব দিতে সোশাল মিডিয়াতেই নেটিজেনদের একহাত নিয়েছেন রাজ চক্রবর্তী। নেটপাড়ায় যখন শুভশ্রীকে নিয়ে জোর চর্চা, ঠিক তখনই রাজ, ইনস্ট্রামে পোস্ট করলেন শুভশ্রীর এমন এক ভিডিয়ো, যা দেখে হতবাক নেটপাড়া।
কী রয়েছে ভিডিয়োতে?
রাজ ইনস্টাগ্রামে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, নীল রঙের পোশাকে পরে রয়েছেন শুভশ্রী। হাতে তাঁর বন্দুক (খেলনা বন্দুক)। ঠাই ঠাই করে গুলি চালাচ্ছেন অভিনেত্রী। তবে শুভশ্রী একা নয়, সঙ্গে রয়েছেন তাঁর ছেলে ইউভান এবং কন্যা ইয়ালিনী। আসলে, সম্প্রতি রাজ সপরিবারে গিয়েছিলেন শহরের একটি প্লেজোনে। আর সেই প্লেজোনেই খেলনা বন্দুকে খেলতে দেখা গেল শুভশ্রীকে। আর সেই ভিডিয়োই পোস্ট করে রাজ লিখলেন, বুম! অর্থাৎ বিস্ফোরণের শব্দ।
শুভশ্রী বরাবরই পরিবারকে আগলে রাখেন। সোশাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন ছেলে ও মেয়ের নানা খুনসুটির ভিডিয়ো ও ছবি। রাজ ও তাঁর সন্তানদের সঙ্গে যে দারুণ একটা সময় কাটাচ্ছেন, শুভশ্রী, তাই ফুটে উঠেছে রাজের পোস্ট করা এই ভিডিয়োতে।
মেসি কাণ্ডে শুভশ্রীকে করা ট্রোলের বিরুদ্ধে কী লিখেছিলেন রাজ?
লম্বা পোস্টে রাজ লিখেছিলেন, ”যারা ট্রোল করছেন তারা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম। প্রতিবাদ আর অপমান দু’টো বিষয়ে বিস্তর ফারাক সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন। গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গেছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও নিজেও গতকালের গোটা ঘটনাটি ভীষণভাবে আহত।”