একটা বাচ্চা মেয়েকে টার্গেট করা হলো, ধিক্কার জানাই: রাজ চক্রবর্তী

রাজ যোগ করেন, ''ভিক্টো যে দোষ করেছেন, তার কোনও ক্ষমা নেই। আমি চাই ওর চরম শাস্তি হোক। কিন্তু আমার ভাগ্নিকে যাঁরা এরকম টার্গেট করছেন, তাঁরা আসলে কী চান? চিপ পাবলিসিটির জন্য এগুলো করা। কিছু লাইক বেশি পাওয়ার জন্য এগুলো করা। কিন্তু একটা মেয়ের এতে কী ক্ষতি হচ্ছে, সেটা কি ভেবে দেখার কোনও দায়িত্ব নেই মিডিয়ার একাংশের?''

একটা বাচ্চা মেয়েকে টার্গেট করা হলো, ধিক্কার জানাই: রাজ চক্রবর্তী

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 09, 2025 | 7:40 PM

পরিচালক ভিক্টোর দোষ সামনে আসার পর টার্গেট করা হচ্ছে তাঁর প্রেমিকাকে। পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নি তিনি। এবার TV9 বাংলাকে নিজের প্রতিক্রিয়া জানালেন পরিচালক। তাঁর বক্তব্য, ”কিছু মানুষ থাকেন, যাঁরা আসল জায়গাটা ছেড়ে দিয়ে একটা অন্য ন্যারেটিভ তৈরির চেষ্টা করেন। সেই ন্যারেটিভের মধ্যে বেশিরভাগ মানুষ ঢুকে যান। এখানে একজন ২১ বছরের মেয়েকে টার্গেট করা হচ্ছে। একজন মেয়ে যাঁর এই অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনও যোগ নেই, তাঁকে টার্গেট করা হলো। তাঁর দোষ কী? মেয়েটির সঙ্গে ওই ছেলেটির সম্পর্ক ছিল, সেটাই হচ্ছে দোষ। এমনভাবে টার্গেট করা হচ্ছে, যে পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। ছি ছি!  আমার মনে হয় ভিক্টো অ্যাক্সিডেন্ট করে যে পর্যায়ের দোষ করেছেন, এরা সবাই মিলে এই মেয়েটাকে টার্গেট করে একই দোষ করছেন। নোংরামির মাত্রা একই। এটাই আমার প্রতিক্রিয়া।”

এরপর রাজ আরও বলেন, “আমি ধিক্কার জানাই এই পদক্ষেপকে। এতে একটা বাচ্চা মেয়ের মানসিক অবস্থা কী হতে পারে, সেটা ভেবে দেখার দরকার ছিল। আজকে যদি আমার ভাগ্নির কিছু হয়ে যায়, তা হলে যাঁরা এমন করলেন, তাঁরা সকলে দায়ী থাকবেন।”