‘বারবার কেন?’ পর্ণগ্রাফি মামলায় ইডির হানা, ফুঁসে উঠলেন শিল্পার স্বামী রাজ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 30, 2024 | 1:53 PM

আবারও শিরোনামে শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ মামলার তদন্তেই আবারও রাজের বাড়িতে হানা দেয় ইডি। মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত মামলাতেই রাজের বিরুদ্ধে তদন্ত। এই প্রথম নয়।

বারবার কেন? পর্ণগ্রাফি মামলায় ইডির হানা, ফুঁসে উঠলেন শিল্পার স্বামী রাজ
শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রা।
Image Credit source: PTI

Follow Us

আবারও শিরোনামে শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। আর্থিক তছরুপ মামলার তদন্তেই আবারও রাজের বাড়িতে হানা দেয় ইডি। মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত মামলাতেই রাজের বিরুদ্ধে তদন্ত। এই প্রথম নয়। ২০২১ সালে পর্ন কাণ্ডের জেরেই মুম্বই পুলিশ গ্রেফতার করে নায়িকার স্বামীকে। তবে বার বার ইডির তদন্ত এবং বাড়ির হানার জন্য খুবই বিরক্ত রাজ। আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি। শনিবার সকাল সকাল নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেন তিনি। সেখানে সকলকে অনুরোধ জানান যে এই বিষয়ে কোনও ভাবেই যেন শিল্পার নাম না জড়ান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাজ পোস্ট করেছেন, “টু হুম ইট মে কনসার্ন। মিডিয়ার মনে হয় ড্রামা ভাল লাগে। তাহলে এই বিষিয়ে স্পষ্ট করে কথা বলাই শ্রেয়। গত ৪ বছর ধরে একটানা যে তদন্ত চলছে আমি তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। অ্যাসোসিয়েট, পর্নোগ্রাফি এবং টাকা তছরুপের যা যা অভিযোগ উঠছে সেই বিষয়ে বলি কোনও রকমের কিছু সত্যকে মেঘের আড়ালে আড়াল করতে পারবে না। যেটা সত্যি সেটা শেষ পর্যন্ত সামনে আসবেই।”

সেই সঙ্গে রাজ আরও যোগ করেন। তিনি বলেন, “মিডিয়ার জন্য একটা বিশেষ নোট। এটা একেবারেই প্রত্যাশিত নয় যে বারবার এসব অপ্রাসঙ্গিক বিষয়ে আমার স্ত্রীর নাম টানা। সীমাকে অতিক্রম করবেন না দয়া করে।”

উল্লেখ্য, ২০২১ সালে মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতারও করে। অভিযোগ, হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি সাংনে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।

এই অ্যাপের সূত্র ধরেই ক্রিপ্টো-পনজি স্কিম চলছিল। সেই মামলারই তদন্ত করছে ইডি। শুক্রবার সকালেই ইডি আধিকারিকরা রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির বাড়ি ও অফিসে হানা দেয়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে। অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়িতেও ইডি হানা দিয়েছে বলেই জানা গিয়েছে। চলতি বছরেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

Next Article