
বলিউডের সঙ্গে দক্ষিণ ভারতের জুটি নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে এই দুই ইন্ডাস্ট্রিকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি ঐশ্বর্য রাই বচ্চনও। দক্ষিণ থেকে পেয়েছিলেন ডাক। ছবির নাম রোবট। রজনীকান্ত অভিনীত এই ছবিতে নায়িকা হয়েছিলেন তিনি। তবে তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রজনীকান্তকে।
তখন ছবির খবর সবে মাত্র প্রকাশ্যে এসেছে, এরই মাঝে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন রজনীকান্ত। এক সাক্ষাৎকারে সেই কাহিনি শেয়ারও করেছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে এক দেখা করতে আসেন এক অনুরাগী। তিনিও সময় করে দেখা করেন। রজনীকান্তকে চোখের সামনে দেখে একপ্রকার তিনি অবাক হয়েছিলেন। মাথায় চুল নেই, এ কী অবস্থা! তবে কি তিনি এখন অবসর নিয়েছেন? রজনীকান্ত উত্তরে জানিয়েছিলেন –না। একটি ছবিতে তিনি অভিনয় করছেন।
ছবির নাম রোবট। শুনে সেই অনুরাগী খুশি হয়ে বলেন, বেশ ভাল। রজনীকান্ত উৎসাহ বাড়াতে তাঁকে জানান, ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন। শুনে সামনে বসে থাকা সেই ব্যক্তি খুশি হয়ে জানিয়েছিলেন, দারুণ ব্যপার। তবে ছবির হিরো কে, রজনীকান্ত একটু ভেবে উত্তর দিয়েছিলেন তিনি নিজেই।
শুনে অনুরাগী চমকে ওঠেন। এ কী করে সম্ভব? অভিষেক বচ্চন-অমিতাভ বচ্চনের কী হল? তাঁরা কিছু বলছেন না ঐশ্বর্যকে। শুনে অস্বস্তিতে পড়ে যান রজনীকান্ত। যদিও তাঁকে সামাল দিতে অনুরাগীর সঙ্গে থাকা তাঁর সন্তানেরা মুখ খোলেন। তারা জানায়, এটা সত্যি খবর। সকলেই জানে, বলে আস্বস্ত করে নিজেদের বাবাকে। এক সাক্ষাৎকারে এই মজার কাহিনি নিজেই শেয়ার করে নিয়েছিলেন রজনীকান্ত।