Bengali Serial: ‘পঞ্চমী’তে আর নেই রাজদীপ, ঝামেলা নাকি নেপথ্যে অন্য কারণ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 06, 2023 | 9:43 PM

Bengali Serial: সিরিজ থেকে ধারাবাহিক-- জেন জেডের পছন্দের অভিনেতা রাজদীপ গুপ্ত। বেশ কিছু মাস ধরে তাঁকে দেখা যাচ্ছিল 'পঞ্চমী' ধারাবাহিকে। কিন্তু সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন তিনি।

Bengali Serial: পঞ্চমীতে আর নেই রাজদীপ, ঝামেলা নাকি নেপথ্যে অন্য কারণ?
'পঞ্চমী'তে আর নেই রাজদীপ

Follow Us

 

সিরিজ থেকে ধারাবাহিক– জেন জেডের পছন্দের অভিনেতা রাজদীপ গুপ্ত। বেশ কিছু মাস ধরে তাঁকে দেখা যাচ্ছিল ‘পঞ্চমী’ ধারাবাহিকে। কিন্তু সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন তিনি। নেপথ্যে কোন কারণ? এই নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একের পর এক কারণ। কেউ বলছেন, ঝামেলার জন্যই নাকি সরে গিয়েছেন তিনি। যদিও জানা গিয়েছে, ধারাবাহিকের প্রয়োজনেই আর পঞ্চমীর অংশ নন রাজদীপ। সিরিয়ালের গতি যে ভাবে এগিয়েছে তাতে তাঁর প্লট ছিল এত পর্যন্তই। এ তিনি আগেই জানতেন, সেই ভাবেই নাকি কনট্র্যাক্ট হয়েছিল তাঁর। তাই গসিপের গন্ধ পাচ্ছেন যারা, তাঁদেরকে রাজদীপের বার্তা, একদমই আচমকা বাদ পড়েননি তিনি।

প্রসঙ্গত, মাস দু’য়েক আগেই মা’কে হারিয়েছেন তিনি। ক্যানসার কেড়ে নিয়েছে মা’কে। ন ক্যানসারে ভুগছিলেন রাজদীপের মা। হয়েছিল অস্ত্রোপচারও। সুস্থ হয়েও উঠেছিলেন। কিন্তু না, শেষরক্ষা হয়নি তাঁর। সোশ্যাল মিডিয়ায় মা’য়ের সঙ্গে কাটানো স্মৃতিও শেয়ার করছিলেন তিনি। প্রথম কেমো নেওয়ার পরে মায়ের জন্মদিন পালন করেছিলেন রাজদীপ। আদর করে খাইয়ে দিয়েছিলেন কেক। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করতেই চোখ ভিজেছিল সকলেরই। সে সময় অনুরাগীদের পাশে পেলেও পরিবারকে সময় দিতে পারেননি তিনি। রাজদীপ জানিয়েছেন, আপাতত পরিবারকেই সময় দিতে চান তিনি। এর পর ফের ফিরবেন কাজে। ‘ওগো বধু সুন্দরী’ দিয়েই ডেবিউ হয় রাজদীপের। কাজ করেছেন বহু সিরিজে। এর মধ্যে রয়েছে ‘জাপানি টয়’, ‘মিসম্যাচ’, ‘দুয়ারে বৌমা’ , ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘উত্তরন’-এর মতো জনপ্রিয় সিরিজও।

 

 

 

Next Article