
বলিউডের প্রথম সুপারস্টার বলতে যে মানুষটির নাম সবার আগে উঠে আসে তিনি হলেন রাজেশ খান্না। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে একটা সময় নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিলেন এই বলিউড স্টার। অনেকেরই মত, সেই কারণেই দিন দিন বেড়েই চলেছিল তাঁর অহংকার। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে নিজেকে একটা সময় প্রায় ভগবান ভাবতে শুরু করেছিলেন তিনি। একটানা ১৫টি হিট ছবি করেছিলেন রাজেশ খান্না।
তারপর থেকেই নাকি নির্দিষ্ট সময় সেটে না আসা থেকে শুরু করে মানুষকে অকারণে ছোট করা, এমন নানান লক্ষ্যণ তাঁর মধ্যে দেখা গিয়েছিল। অপমান করেছিলেন অমিতাভ বচ্চনকেই। তিনি মনে করতেন, তিনিই শেষ সুপারস্টার। কারণ তখনও পর্যন্ত একটি ছবি ফ্লপ হয়নি। এরপর যখন একটা সময়ের পর ফ্লপের তকমা গায়ে লাগতে থাকে, সহ্য করতে পারতেন না রাজেশ খান্না। সারাদিন মদ্যপানে ঢুবে থাকতেন বলে নিজেই জানিয়েছিলেন।
এমনকি ব্যবহারেও এসেছিল অমোঘ পরিবর্তন। রাতের বেলা ঘুমের ঘোরে নিজেই বারে বারে বলে উঠতেন– এ হতে পারে না। নিজেই ভগবানের কাছে বলতেন– ভগবান, আমার ধৈর্য্যের পরীক্ষা নিও না। একটা সময় যাতে মনে না হয় যে, ভগবান বলে হয়তো কিছু নেই।
ডিম্পল এই পরিস্থিতি দেখে মনে করতেন, রাজেশ খান্না হয়তো ‘পাগল’ হয়ে গিয়েছেন। রাজেশ খান্নার কথায়, একটা সময় এমনভাবে সাফল্য আমায় ঘিরে ধরেছিল, যে ব্যর্থতা আমি গ্রহণ করতে পারিনি, বলেই জানান রাজেশ খান্না।