হিমালয়ে ধ্যানে মগ্ন রজনীকান্ত, আর কী করলেন থালাইভা?

রজনীকান্তের হিমালয় সফরের ছবি ও ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। বছরের পর বছর ধরে তামিল সুপারস্টার রজনীকান্ত তাঁর শুটিং থেকে অবসর নিয়ে হিমালয়ে সময় কাটিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি একজন আধ্যাত্মিক মানুষ এবং মনে করেন, হিমালয়ে যাওয়া তাঁর মন পরিষ্কার করতে সাহায্য করে। তাঁর এই বার্ষিক হিমালয় যাত্রার ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ধ্যান করছেন, ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন এবং আরও অনেক কিছু করছেন।

হিমালয়ে ধ্যানে মগ্ন রজনীকান্ত, আর কী করলেন থালাইভা?

| Edited By: Bhaswati Ghosh

Oct 09, 2025 | 7:21 PM

রজনীকান্তের হিমালয় সফরের ছবি ও ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। বছরের পর বছর ধরে তামিল সুপারস্টার রজনীকান্ত তাঁর শুটিং থেকে অবসর নিয়ে হিমালয়ে সময় কাটিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি একজন আধ্যাত্মিক মানুষ এবং মনে করেন, হিমালয়ে যাওয়া তাঁর মন পরিষ্কার করতে সাহায্য করে। তাঁর এই বার্ষিক হিমালয় যাত্রার ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ধ্যান করছেন, ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন এবং আরও অনেক কিছু করছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলিতে রজনীকান্তকে দেখা যাচ্ছে একটি গাঢ় রঙের জাম্পার এবং সাদা প্যান্ট পরা অবস্থায়। একটি ছবিতে দেখা যায়, তিনি মহাবতার বাবাজি গুহার ভিতরে বসে আছেন, চোখ বন্ধ করে গভীর ধ্যানে নিমগ্ন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি একটি সিঁড়ির ধাপে বসে আছেন, হাতে একটি লাঠি, ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। একটি ভিডিওতেও দেখা যাচ্ছে, রজনীকান্ত সাদা পোশাকে শ্রী বাবাজি আশ্রমের মাথার সঙ্গে কথা বলছেন। তাঁর টিম এক্স-এ ভিডিওটি শেয়ার করে লিখেছে, “সুপারস্টার রজনীকান্ত হিমালয় সফরের সময় বাবাজি গুহার কাছাকাছি শ্রী বাবাজি আশ্রমে স্বামীজির সঙ্গে এক ঐশ্বরিক মধ্যাহ্নভোজ উপভোগ করেছেন।” সুপারস্টারের অনুরাগীরা এই ভিডিয়ো দেখে আপ্লুত। মুহূর্তে ভাইরাল হয়েছে এমন ভিডিয়ো। তাবড় তারকা হলেও, সাধারণ জীবনযাপনে বিশ্বাসী রজনীকান্ত। নতুন করে সেই কথাই যেন মনে করিয়ে দিলেন তিনি। তাঁর ধ্যানের ছবি দেখে কিছু অনুরাগীর বক্তব্য, তাঁরাও হিমালয়ে যেতে চান এবং এমন ধ্যানের মাধ্যমেই শান্তি লাভ করতে চান।

আরও একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যায় রজনীকান্তের গাড়ি রাস্তার পাশে থেমে যায়। কিছুক্ষণের মধ্যেই ভক্তরা তাঁর কাছে সেলফির জন্য এগিয়ে আসে আর তিনি হাসিমুখে রাজি হয়ে যান। এমনকী ছবি তোলার আগে তাঁদের সঙ্গে কিছু কথাও বলেন। শুটিংয়ে ব্যস্ত থাকতে রজনীকান্ত এমন সময় দিতে পারেন না অনুরাগীদের। তবে এবার তারকা ছিলেন খোশমেজাজে।