রাজনীতি এখনই নয়, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন রজনী

রাজনীতিতে সময় দেবেন না এখনই, সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিনেতা।

রাজনীতি এখনই নয়, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন রজনী
রজনীকান্ত।

|

Dec 29, 2020 | 1:53 PM

অভিনয়ের দীর্ঘ কেরিয়ার। বিশ্ব জুড়ে অগণিত ভক্ত। এ পথে সাফল্যের সিঁড়ি অনেকটা পেরিয়ে এসেছেন রজনীকান্ত (Rajnikanth)। ভেবেছিলেন, এবার সময় দেবেন রাজনীতিতে। সূত্রের খবর, ২০২১-এ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে সরকারি ভাবে নিজের রাজনৈতিক দল শুরু করার পরিকল্পনা করেছিলেন রজনীকান্ত। আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করলেন থালাইভা। রাজনীতিতে সময় দেবেন না এখনই, সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিনেতা।

রজনী তিন পাতার বক্তব্যে জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য নিজের জীবন দিয়ে আত্মত্যাগ করতে প্রস্তুত তিনি। কিন্তু সরাসরি রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত তাঁর অনুরাগীদের প্রভাবিত করতে পারে। সে কারণেই সরাসরি রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সব রকম ভাবে মানুষের কাজ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন, ছেলের ফোনে কী নামে সেভ রয়েছে টুইঙ্কলের নম্বর?

রজনীর কথায়, ‘আমি আমার অনুরাগী এবং রজনী মাকাল মন্দ্রমের সদস্যদের কাছে ক্ষমা চাইছি। তাঁদের খারাপ লাগলে আমি দুঃখিত। গত তিন বছর ধরে এমনকি মহামারীর পরিস্থিতিতেও আমার অনুরাগীরা যত পরিশ্রম করেছেন, তা বিফলে যাবে না। রজনী মাকাল মন্দ্রমের কাজ চলবে। সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও আমি সব সময় ওদের পাশে থাকব।’

রবিবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রজনী। বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তাঁর মেয়ে ঐশ্বর্য্যা ধনুষ। মূল দরজায় দাঁড়িয়ে আরতি করেন রজনীর স্ত্রী আরতি। মঙ্গলকামনার মাধ্যমে অভিনেতার গৃহ প্রবেশ হয়। লতার সেই আরতি করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপ এবং ক্লান্তির জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত। রক্তচাপ স্থিতিশীল হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয় অভিনেতার। তখনই তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। তবে আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, রাজেশ প্রযোজিত কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অক্ষয়?

করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সে কারণেই করোনার ঝুঁকি বাড়তে পারে, এমন সব রকমের কাজ থেকে রজনীকে বিরত থাকার অনুরোধ করেছেন চিকিৎসক মহল। পাশাপাশি শরীরচর্চা করতে হবে নিয়মিত। কমাতে হবে উদ্বেগও। আপাতত কিছুদিন নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। রক্তচাপ ছাড়াও আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস নিয়মিত পর্যবেক্ষণ করবেন চিকিৎসকেরা।