AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজেশ প্রযোজিত কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অক্ষয়?

প্রাক্তন স্ত্রী অর্থাৎ ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ‘জয় শিব শঙ্কর’ নামের একটি ছবিতে অভিনয় করেন রাজেশ।

রাজেশ প্রযোজিত কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অক্ষয়?
রাজেশ খান্না এবং অক্ষয় কুমার।
| Updated on: Dec 29, 2020 | 10:41 AM
Share

ভারতের প্রথম সুপারস্টার। প্রয়াত রাজেশ খান্নার (Rajesh Khanna) জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিশেষণ ব্যবহার করা হয়। আজ তাঁর ৭৮তম জন্মবার্ষিকী। ফিরে দেখা যাক রাজেশের কেরিয়ারের একটি ঘটনা।

প্রাক্তন স্ত্রী অর্থাৎ ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ‘জয় শিব শঙ্কর’ নামের একটি ছবিতে অভিনয় করেন রাজেশ। ১৯৮৭-তে এই ছবির শুটিং হয়েছিল। ১৯৯০-এ মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হয়ে যায়। রাজেশই ছিলেন এই ছবির প্রযোজক। কিন্তু ছবিটি নাকি কখনও মুক্তি পায়নি। ডিম্পল ছাড়াও মুমতাজ অভিনয় করেছিলেন এই ছবিতে। চাঙ্কি পাণ্ডে, সঙ্গীতা বিজলানির মতো শিল্পীর ডেবিউ ছবি ছিল এটি। শুধু তাই নয়, চ্যাঙ্কি পাণ্ডে যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার জন্য অডিশন দিয়েছিলেন অক্ষয় কুমারও (Akshay Kumar)। কিন্তু তিনি সুযোগ পাননি।

আরও পড়ুন, মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে, ফের সরব আইনজীবী

এই ছবিতে প্রথম গানের দায়িত্ব ছিল কিশোর কুমারের। কিন্তু শুটিং শুরু হওয়ার এক মাস আগে তিনি প্রয়াত হন। পরে প্রযোজক হিসেবে রাজেশ বেছে নেন কিশোরপুত্র অমিতকে। এত প্রস্তুতি থাকলেও কেন ছবিটি মুক্তি পায়নি সে উত্তর আজও অজানা।