Ghorer Bioscope Award 2025: জমজমাট আজকের সন্ধ্যা, TV9 বাংলায় সম্প্রচারিত হবে ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড
এবার বিচারকদের তালিকায় ছিলেন– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। প্রতিযোগীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সকলে মিলেমিশে এক জমজমাট অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

দেখতে দেখতে তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। টেলিভিশন ও ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। ২০২৩ সালে যাত্রা শুরু করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম বর্ষেই দর্শক থেকে সেলিব্রিটিদের বিপুল সাড়া মেলায় এবার আমরা গর্বের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পন করলাম। ২০২৫-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ্যে এসেছিল গত একমাস আগে। তবে থেকেই সকলের নজরে একটাই প্রশ্ন, এবার সেরার সেরা পুরস্কার জিতে নেবেন কোন কোন তারকা।
অবশেষে অপেক্ষার অবসান। ১৪ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল হোলেটে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এই অ্যাওয়ার্ড শো। প্রতিবছরের মতোই এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল সেদিনের সন্ধ্যা। হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে কে কোন পুরস্কার পেলেন, কে কী জানালেন দর্শকদের উদ্দেশে, সবটাই থাকবে এবার পর্দায় আপনাদের জন্যে। রবিবার, ২১ ডিসেম্বর সম্প্রচারিত হতে চলেছে ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়। দেখতে চোখ রাখুন TV9 বাংলার পর্দায়।
সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতাঠিক কেমন ছিল, এবার থাকবে তারই ঝলক। পুরস্কার হাতে কে কী বললেন, রেড কার্পেটে কে তাক লাগালেন, থাকছে সকল চমক।
এবার বিচারকদের তালিকায় ছিলেন– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। প্রতিযোগীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সকলে মিলেমিশে এক জমজমাট অনুষ্ঠান আজ সন্ধ্যায়।
