মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে, ফের সরব আইনজীবী
সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে ছ’মাস। এখনও তদন্তের কোনও ফল প্রকাশ্যে আসেনি।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) গ্রেফতার করেছিল সেন্টাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান। কিন্তু রিয়াকে ফালতু মামলায় এক মাসের উপর কারাবন্দি রাখা হয়েছিল বলে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে। সম্প্রতি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রকাশ্যে সিবিআইয়ের কাছে সুশান্ত মামলার তথ্য প্রমাণ পেশ করার আর্জি জানিয়েছেন। তাঁকে সমর্থন করে সতীশ সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
সতীশ বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তাকে পূর্ণ সমর্থন করছি আমি। সুশান্তের মৃত্যুর পর তদন্তে মুম্বই পুলিশ দু’মাস সময় নিয়েছিল বলে দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়। গত জুলাইতে রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়। সিবিআই, মুম্বই পুলিশ, পাটনা পুলিশ, ইডি সকলে রিয়ার বিরুদ্ধে তদন্ত করেছে। এখনও কোনও প্রমাণ দিতে পারেননি কেউ। বরং রিয়াকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছিল। বারবার হেনস্থা হতে হয়েছে। এবার অন্তত সত্যিটা সকলের সামনে আসুক।”
আরও পড়ুন, বাড়ি ফিরলেন রজনী, স্ত্রীর আরতির মাধ্যমে গৃহ প্রবেশ অভিনেতার
সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে ছ’মাস। এখনও তদন্তের কোনও ফল প্রকাশ্যে আসেনি। আসল ঘটনা কী ঘটেছিল, কে দায়ি, তা জানার জন্য অপেক্ষায় সুশান্তের পরিবার। অপেক্ষায় অনুরাগীরা। তাই তদন্তের ফল প্রকাশের জন্য চাপ বাড়ছে সব মহল থেকেই।
