নতুন বছর আসতে বাকি আর মাত্র কয়েক দিন। শুরু থেকেই ২০২০-র কপালে জুটেছে অনেক নিন্দা। কেউ বলেছেন ‘বিষে বিশ’ আবার কেউ বা আখ্যা দিয়েছেন ‘অপয়া’। একে করোনা, তার উপর আবার এই একটা বছরের মধ্যেই আমরা হারিয়েছি অনেক গুণী মানুষদের। অভিনেতা রাজকুমার রাওয়ের এই বছরটা কেমন কেটেছে? কী প্ল্যান তাঁর আগামী দিনে? মুখ খুললেন রাজকুমার রাও (Rajkummar Rao)। সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ নিয়েও নিজের মতামত জানালেন অভিনেতা।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বলেন, “সবার মতো এই বছরটাও আমার ভাল কাটল না। যদিও এই বছরটাই অনেক কিছু শিখিয়েছে আমায়। অনেক অনলাইন অভিনয়ের ওয়ার্কশপ করতে পেরেছি। তবে ফিল্ম সেটে না থাকতে পারাটা মিস করেছি খুব।”
অতিমারির মধ্যেও রাজকুমারের হিটের ধারা কিন্তু অব্যাহত। ‘লুডো’ এবং ‘ছালাং’ তাঁর এই দুই ছবি ওটিটিতে মুক্তি পেয়েও হিট। ছবি তো হিট হয়েছেই, একই সঙ্গে নজর কেড়েছে রাজকুমারের তুখড় অভিনয়। শোনা যাচ্ছে, তাঁর আসন্ন ছবি ‘বাধাই দো’তে তিনি সমকামীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রটি এমন একজন ব্যক্তির যিনি নিজে সমকামী এবং বিয়েও হয় সমকামীর সঙ্গে। সত্যিই কি তাই? রাজকুমার অবশ্য এ প্রসঙ্গে বলেন, “ছবিটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা হচ্ছে। আমি শুধু এটাই বলব এই ছবির গল্প কিন্তু একেবারে ইউনিক।”
লকডাউনে প্রেমিকা পত্রলেখার সঙ্গে বাড়িতেই জমিয়ে সিনেমা দেখেছেন তিনি। এর মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’, এ ছাড়াও রয়েছে ইরফান খানের ‘আংরেজি মিডিয়াম’, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং জয়দীপ আহলাওয়াতের ‘পাতাললোক’ ইত্যাদি। নতুন বছরে প্রতিজ্ঞা কী? “যা যা কথা দেওয়া রয়েছে সেগুলো পূর্ণ করা। এই প্যান্ডেমিক আশা করছি, পরের বছর আর থাকবে না”, বললেন রাজকুমার।