টিআরপি-তে সেরা রাজনন্দিনীর ধারাবাহিক! কোন-কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল?

রাজনন্দিনী বললেন, ''আমার প্রথম ধারাবাহিক এটা। সেখানে খুব অল্প সময়ে আমাদের ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছে, ভালোবাসা দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি।'' সামনের দুই মাসে ছ'টা নতুন ধারাবাহিক লঞ্চ হবে। সেই লড়াইয়ে কোন-কোন ধারাবাহিক ছিটকে যাবে, সেদিকেও নজর রাখতে হবে।

টিআরপি-তে সেরা রাজনন্দিনীর ধারাবাহিক! কোন-কোন ধারাবাহিক পিছিয়ে পড়ল?

| Edited By: Bhaswati Ghosh

Aug 07, 2025 | 4:21 PM

বাংলা টেলিভিশনে দু’ টো বিনোদন চ্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল মাস খানেক আগে। স্টার জলসায় লঞ্চ হয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। আর জি বাংলায় লঞ্চ হয়েছিল ‘দাদামণি’। রাত সাড়ে আটটার সময়ে দুই ধারাবাহিকের লড়াইয়ে জিতে গেল স্টার জলসা। এই সপ্তাহে বার্কের নির্দিষ্ট গ্রুপে রাণী ভবানীর গল্প পেল ৭.১ রোটিং। এদিকে ‘আমাদের দাদামণি’-র টিআরপি থমকেছে ৫-এ।

এই সপ্তাহে ৬.৯ পেয়ে ‘পরিণীতা’ আছে দুই নম্বরে। ‘পরশুরাম আজকের নায়ক’ দখলে রাখল তিন নম্বর জায়গা। তার দখলে টিআরপি ৬.৮। চার নম্বর জায়গায় আছে ‘জগদ্ধাত্রী’। ৬.৭ রেটিং পেয়েছে সেই সিরিয়াল। ‘ফুলকি’ আর ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিক দু’টো পাঁচ নম্বর জায়গা দখলে রাখতে পারল। রেটিং ৬.৪ পেয়ে প্রথম পাঁচে থাকল তারা।

এই মুহূর্তে চর্চায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটা। জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের মধ্যে বিরোধ চলছে। ফেসবুকে একে-অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। সেই ধারাবাহিক পেল ৫.৭। তার বিপরীতে যে নতুন ধারাবাহিক লঞ্চ হয়েছে, ‘লক্ষ্মী ঝাঁপি’, তার প্রথম সপ্তাহের রেটিং আশাপ্রদ নয়। ৩.৭ টিআরপি নিয়ে খাতা খুলল ধারাবাহিকটা। বরং ‘চিরসখা’ ধারাবাহিক পেল ৬.২ রেটিং। সেটা বেশ ভালো জায়গায় রয়েছে।

রাজনন্দিনী বললেন, ”আমার প্রথম ধারাবাহিক এটা। সেখানে খুব অল্প সময়ে আমাদের ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছে, ভালোবাসা দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি।” সামনের দুই মাসে ছ’টা নতুন ধারাবাহিক লঞ্চ হবে। সেই লড়াইয়ে কোন-কোন ধারাবাহিক ছিটকে যাবে, সেদিকেও নজর রাখতে হবে।