AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথায় গাট্টা খেয়ে কাজ শিখেছেন রাখি গুলজার, কার কথা বললেন?

রাখি গুলজার প্রথাগত কোন অভিনয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা পাননি। জানালেন নানা অভিজ্ঞতার কথা।

মাথায় গাট্টা খেয়ে কাজ শিখেছেন রাখি গুলজার, কার কথা বললেন?
| Updated on: May 04, 2025 | 8:14 PM
Share

বলিউড দশকের পর দশক ধরে নিজের অভিনয় জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার। প্রায় বাইশ বছর পর আবার বাংলা ছবি ‘আমার বস’ করেছেন তিনি। কলকাতায় থেকে শ্যুট এর মাঝে মাঝেই পৌঁছে গিয়েছেন নিজের ছোটবেলায়। পরিচালক নন্দিতা রায় -শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘আমার বস ‘ এর ছবি মুক্তি পাবে মে মাসের প্রথম সপ্তাহে। এই ছবির প্রচারে TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে এল ছোটবেলার নানা স্মৃতি।

রাখি গুলজার প্রথাগত কোন অভিনয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেননি। তাঁকে প্রশ্ন করলে রাখি বলেন, “অভিনয় শেখার দরকার হয়না। বাস্তবে সবাই অভিনয় করছি, সিনেমায় ক্যামেরার সামনে, সঠিক আলো আর ক্যামেরার দিক দেখে কাজটা শিখতে হয়। আমি সারা জীবন কাজ করতে করতে শিখেছি। আগে বাংলা ভাল বললেও হিন্দি উচ্চারণে সমস্যা হত। আমি একজন মওলানা কে শিক্ষক রেখে উর্দু লেখা ও বলা শিখেছি। আমার মনে হয়েছিল কেউ যেন আমার উচ্চারণ নিয়ে মজা করতে না পারে। এখন হয়ত সবটাই খুব সোজা। তবে আমাদের কষ্ট করতে হয়েছে। গাট্টা খেয়ে খেয়ে শিখেছি।” কারলকাছে গাট্টা খেয়েছে প্রশ্ন করলে চট জলদি জবাব দেন, ” কেন সত্যেন বোসের থেকে। ” তিনি আরও বলেন, “ছোটবেলায় আমার ইতিহাসের মাস্টার ছিলেন সুরেন্দ্র নাথ সরকার, আমাকে বলতেন ‘রাখি তুমি বাড়ি এসো ইতিহাস পড়াবো। আসলে আমার বাড়ির অবস্থা এমন ছিলনা যে প্রাইভেট টিউশন দেবেন, আমার ইতিহাস, ভূগোল এর প্রতি আগ্রহ দেখে তিনি আমায় পড়াশোনার সাহায্য করতেন। আমি যত বড় হইনা কেন, এই সবদিন ভুলবোনা। ‘পরমা ‘ ছবির শ্যুট এর সময় মেয়ে কে নিয়ে মাস্টার মাশাইয়ের সঙ্গে দেখা করি। ধুতি পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম। ” আজও এই স্মৃতি অভিনেত্রী ভোলেননি।

সাক্ষাৎকারের মাঝে মাঝেই তিনি স্মৃতির সমুদ্র থেকে রংবেরঙের নেড়ে তুলে এনেছেন। রাখি গুলজার জানালেন, সব স্মৃতির ভান্ডার যত্ন করে রাখতে চান তিনি বলেন, ” আমি অতীতকে মনে রাখি, তাই আমার ফার্ম হাউজের নাম ‘রুটস্’ মানে শিকড়। নিজের শিকড়কে ভুললে চলবে না।”