AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার ভজন গেয়ে দেশ থেকে করোনা তাড়াবেন রাখি সাওয়ান্ত!

এ একেবারেই রাখির নিজের টোটকা। নিজের তৈরি ভ্যাকসিন। রাখি এবার ভজন গাইবেন। রাখির বিশ্বাস তিনি তাঁর পরমেশ্বরের উদ্দেশে একবার মন-প্রাণ ঢেলে ভজন গাইলেই তাঁর পরমেশ্বর ঘরে ঘরে গিয়ে করোনা তাড়িয়ে দেবেন।

এবার ভজন গেয়ে দেশ থেকে করোনা তাড়াবেন রাখি সাওয়ান্ত!
বলিউডেও তাঁর ব্রেক পাওয়া খুব একটা সহজ ছিল না। একের পর এক অফার হাতছাড়া হয়েছে। তবুও রাখী দমে যাননি। ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি বানিয়েছেন একটু একটু করে। বিতর্কিত কমেন্ট করে শিরোনামও দখল করেছেন মাঝে মধ্যেই।
| Updated on: May 06, 2021 | 5:51 PM
Share

করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। চারিদিকে চলছে হাহাকার। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ, অজয় দেবগণ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ অক্সিজেন যোগানের দায়িত্ব নিয়েছেন। কেউ আইসিইউ বেড তৈরিতে অর্থ সাহায্য করেছেন। কেউ অনবরত নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন। এমন পরিস্থিতিতে কী করে চুপ করে বসে থাকেন রাখি সাওয়ান্ত! তিনিও এগিয়ে এসেছেন।

View this post on Instagram

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

রাখি সাওয়ান্তের মন ভাল নেই। চারপাশের পরিস্থিতি দেখে তিনি বেশ মুষড়ে পড়েছেন। সবাই যেখানে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, তিনি এগিয়ে এসেছেন সারা দেশকে করোনা-মুক্ত করতে। দেশ থেকে যদি করোনাকেই তাড়িয়ে দেওয়া যায়,তাহলে করোনায় আর কারো আক্রান্ত হওয়ার ভয় নেই। কিন্তু কীভাবে দেশকে করোনা-মুক্ত করবেন তিনি? এ একেবারেই রাখির নিজের টোটকা। নিজের তৈরি ভ্যাকসিন। রাখি এবার ভজন গাইবেন। রাখির বিশ্বাস তিনি তাঁর পরমেশ্বরের উদ্দেশে একবার মন-প্রাণ ঢেলে ভজন গাইলেই তাঁর পরমেশ্বর ঘরে ঘরে গিয়ে করোনা তাড়িয়ে দেবেন।

রাখি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। এই ভিডিয়োতেই তিনি জানিয়েছেন প্রতিদিনই তিনি তাঁর পরমেশ্বরের কাছে দেশবাসীর জন্য কাঁদেন। তাঁর পরমেশ্বর খুব ভাল। তাঁর আর্শীবাদ রাখির মাথায় আছে। তিনি রাখির কথা শোনেন। তাই এই শনিবার সন্ধ্যে ৭ টার সময় তিনি তাঁর পরমেশ্বরের উদ্দেশে ভজন গাইবেন। প্রার্থনা করবেন। এবং রাখির বিশ্বাস তাঁর পরমেশ্বর তাঁর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সবার বাড়ি থেকে করোনা তাড়িয়ে দেবেন।

আরও পড়ুন:ক্ষুধার্তদের মুখে তুলে দিলেন খাবার, ‘মাদার টেরিজা’-র ভূমিকায় জ্যাকলিন ফার্ণাণ্ডেজ

রাখির ঈশ্বরে বিশ্বাস বরাবরই খুব জোরালো। কয়েক দিন আগে রাখি দাবি করেছিলেন তাঁর এবং তাঁর পরিবারের সবার রক্তে যিশুর পবিত্র রক্ত বইছে, তিনিই তাঁর পরিবারকে করোনা-মুক্ত করে রেখেছেন। এবার রাখি সারা দেশের করোনা-মুক্তের জন্য প্রার্থনা শুরু করবেন। তাঁর ভজন-ভ্যাকসিনের কতটা জোর তা তিনি শনিবারের পরেই বুঝতে পারবেন। রাখির ফ্যানরা নিশ্চয়ই দিন গুনতে শুরু করেছেন।