‘মা’কে বাঁচাতে পারতাম না…’, কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়লেন রাখি
এ দিন ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রাখি। সেখানেও দেখা যাচ্ছে দাক্তার সঞ্জয় মিশ্র এবং ডাক্তার চোপড়ার তত্ত্বাবধানে রাখির মায়ের শরীর থেকে বিশালাকৃতির এক টিউমার বের করা হয়েছে। রাখি জানান মায়ের অস্ত্রপচার সফল হয়েছে। তিনি আগের থেকে ভাল আছেন।
অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাখি সবন্তের মা। শেষ মুহূর্তে ক্যানসারাস টিউমার বাদ না দিলে তিনি হয়তো বাঁচতেন না। সে কথা বলতেই বলতেই পাপারাৎজির সামনে কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত। পাশাপাশি জানালেন এ সবই সম্ভব হয়েছে সলমন খানের জন্য। তিনি রাখির মায়ের জন্য স্বনামধন্য ক্যানসার বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন রাখির।
এ দিন ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন রাখি। সেখানেও দেখা যাচ্ছে দাক্তার সঞ্জয় মিশ্র এবং ডাক্তার চোপড়ার তত্ত্বাবধানে রাখির মায়ের শরীর থেকে বিশালাকৃতির এক টিউমার বের করা হয়েছে। রাখি জানান মায়ের অস্ত্রপচার সফল হয়েছে। তিনি আগের থেকে ভাল আছেন।
আরও পড়ুন- টলিউডে করোনার থাবা, আক্রান্ত ঋতব্রত, উপসর্গ গায়িকা পরমারও
View this post on Instagram
পাশপাশি আরও একটি ভিডিয়োও শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত। ভিডিয়োতে রাখি ধন্যবাদ জানান ভাইজানকে। মা-মেয়ে দু’জনে সলমনকে ‘দেবদূত’ বলে সম্বোধন করেন তাঁকে। রাখির মা ভিডিয়োয় বলেন, ‘আমি সলমনকে ধন্যবাদ জানাই। আমি যীশুর কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের কাছে আর অর্থ নেই, তাই আমরা কী করতে পারি, আমি কি এভাবে মরব? কিন্তু পরমশ্বর, যীশু সলমন খানকে ‘দেবদূত’ হিসেবে আমাদের জীবনে পাঠিয়েছেন। আজ আমার জন্য সলমন খান দাঁড়িয়ে থেকে আমার অপারেশন করাচ্ছেন। ওঁর গোটা পরিবার আমার পাশে দাঁড়িয়েছে। আমি পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, আমি আপনাকে ধন্যবাদ জানাই।’
View this post on Instagram
বিগবসের জার্নি চলাকালীনই মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পান রাখি। ভেঙে পড়েছিলেন তিনি। এ দিনও কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, “পৃথিবীতে আমার মা’ ছাড়া আর কেউ নেই। মা ভাল থাকুক। ভগবান তুমি মাকে ঠিক করে দাও।” তবেঁ আপাতত খানিক স্বস্তিতে রাখি। অনুরাগীরাও তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।