
রাকুল প্রীত। দক্ষিণী দুনিয়ার অন্যতম অভিনেত্রী। যাঁকে নিয়ে নিত্য দিন একটা সময় চর্চা থাকে তুঙ্গে। তিনি বলিউডেও দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন। বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত রাকুলপ্রীত সিং শুধু পর্দায় দুরন্ত অভিনয়ই করেন তাই নয়, প্রায়ই ফ্যাশন ফটোশ্যুটের জন্য নানান সুন্দর সুন্দর ছবি ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। রাকুলের সর্টোরিয়াল সেন্স সকলের মন কেড়ে নেয়। ভারতীয় পোশাকের পাশাপাশি পশ্চিমী স্টাইলেও তিনি স্বাচ্ছন্দ্য। বরাবরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি সক্রিয়। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই প্রশংসিত। তিনি বর্তমানে বলিউডের পর্দায় না থাকলেও পাপারাৎজিদের নজরের কেন্দ্রে বরাবরই তিনি থাকেন।
এবার পাপারাৎজিদের মুখোমুখি পড়ে অস্বস্তিতে রাকুল। পিছনে ক্যামেরার দিকে তাকাতেই ঘটল বিপত্তি। সিঁড়িতে খেলেন হোঁটল। আর তারপরই পড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সামলে নিলেন তিনি। ভয় পেয়ে গেলেও তিনি শেষ মুহূর্তে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। প্রসঙ্গত কিছুদিন আগেই সেক্স প্রসঙ্গে মুখ খুলে ভাইরাল হয়েছিলেন তিনি। রাকুলের কথায় সেক্স প্রসঙ্গে সমাজে এত রাখঢাক নয়, বরং প্রয়োজন সঠিক শিক্ষার। কীভাবে সঠিক পদ্ধতিতে যৌন সঙ্গমে লিপ্ন হওয়া উচিত, সেই সম্পর্কেও শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশেষ করে স্কুলে, এই প্রসঙ্গে কথা বলতে হবে। এই সময় কী করা উচিত, কী করা উচিত নয়, তা জানা একান্ত প্রয়োজন। এইচআইভি, এইডস এই বিষয় নিয়ে বারে বারে আলোচনা হয়। তবে এর বাইরে গিয়ে যৌনসঙ্গম নিয়ে আর কোনও শিক্ষাই দেওয়া হয় না।