AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট ময়দানে মেরাটে কী হবে ‘রাম’-এর ভাগ্য? বিজেপি কি পাবে জয়ী প্রার্থী?

Arun Govil in LokSabha Elections 2024: বিকেল ৪টের সময় মেরাটে ৫,৮০০ ভোটে এগিয়ে আছেন রাম। মেরাটের বিদায়ী সাংসদ রাজেন্দ্র আগরওয়ালের পরিবর্তে অরুণকে প্রার্থী করেছিল বিজেপি। ২০০৪ সাল থেকে রাজেন্দ্রই সেখানকার বিজেপি প্রার্থী হিসেবে জিতে আসছেন। তিনবার ভোটে জিতেছিলেন তিনি।

ভোট ময়দানে মেরাটে কী হবে 'রাম'-এর ভাগ্য? বিজেপি কি পাবে জয়ী প্রার্থী?
অরুণ গোভিল।
| Updated on: Jun 04, 2024 | 5:08 PM
Share

এবারের লোকসভা নির্বাচনে মেরাটের বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন স্বয়ং রাম। ‘রামায়ণ’-এর রাম। রামানন্দ সাগরের জনপ্রিয় ‘রামায়ণ’ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। মেরাটে তিনিই এবারের বিজেপি প্রার্থী। তাঁর বিপক্ষে লড়ছেন সমাজবাদী পার্টির সুনীতা বর্মা। গণনা বলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর মধ্যে। বিকেল ৪টের সময় মেরাটে ৫,৮০০ ভোটে এগিয়ে আছেন রাম। মেরাটের বিদায়ী সাংসদ রাজেন্দ্র আগরওয়ালের পরিবর্তে অরুণকে প্রার্থী করেছিল বিজেপি। ২০০৪ সাল থেকে রাজেন্দ্রই সেখানকার বিজেপি প্রার্থী হিসেবে জিতে আসছেন। তিনবার ভোটে জিতেছিলেন তিনি।

২০১১ সালের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশের কেন্দ্র মেরাটে জনসংখ্যা ৩৫,০০,০০০। সেখানে ৬৫ শতাংশ হিন্দু, ৩৬ শতাংশ মুসলমান ভোটার। ২০১৯ সালে মেরাট থেকে ৫,৮৬, ১৮৪ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র আগরওয়াল। বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র হাজি মহম্মদ ইয়াকুবকে হারিয়েছিলেন তিনি। ২০১৪ সালে ৫,৩২,৮৯১ ভোট পেয়ে বিএসপি প্রার্থী মহম্মদ শাহিদ আখলাখকে হারিয়েছিলেন তিনি। রাজেন্দ্রর মতো একজন দুঁদে রাজনীতিকের স্থানে অরুণ গোভিলকে প্রার্থী করেছে বিজেপি।

১৯৫৮ সালের ১২ জানুয়ারি উত্তরপ্রদেশের মেরাটেই জন্ম অরুণের। রাজ্যের শাহজাহানপুরে ছোটবেলা কাটিয়েছেন তিনি। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন অরুণ। বাবা চাইতেন ছেলে সরকারী চাকরি করুক। কিন্তু অরুণ চাইতেন এমন কিছু তিনি করবেন, যার পর সকলে তাঁকে মনে রাখবেন। তারপর ‘রামায়ণ’ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে জগৎ জোড়া খ্যাতির অধিকারী হলেন অরুণ। তাঁর মতো রাম আর কেউ হতেই পারেননি। অভিনয় কেরিয়ারে সফল হলেও, রাজনীতির কেরিয়ার কেমন হবে অরুণ এখন সেটাই দেখার অপেক্ষা।