আরিয়ানের সিরিজে কাজ করে আইনি জটিলতায় রণবীর, কী এমন ঘটল?

এই ঘটনায় ওয়েব সিরিজটির প্রযোজক সংস্থা, আরিয়ান খান ও নেটফ্লিক্স-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের একাংশ বলছে, সমাজে জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন আচরণ তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক কোনদিকে গড়ায় এবং রণবীর কাপুর বা নির্মাতারা এ নিয়ে কী প্রতিক্রিয়া দেন।

আরিয়ানের সিরিজে কাজ করে আইনি জটিলতায় রণবীর, কী এমন ঘটল?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 23, 2025 | 5:24 PM

আরিয়ান খানের পরিচালনায় তৈরি প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যডস অব বলিউড মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে এবার সেই চর্চায় নতুন সংযোজন বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ক্যামিও দৃশ্য। এই দৃশ্যেই তাঁকে ই-সিগারেট (ভ্যাপ) ব্যবহার করতে দেখা গিয়েছে, যার ফলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) কড়া পদক্ষেপ করল। তারা মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে রণবীর কাপুর, নির্মাতারা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

বিতর্কিত দৃশ্যে দেখা যায়, রণবীর কাপুর নিজেই নিজের ভূমিকায় অভিনয় করছেন এবং করণ জোহরের সঙ্গে এক কৌতুক কথোপকথনে অংশ নিচ্ছেন। কথার শুরুতেই রণবীর বলেন, “… অল জ্যাকেট, করণ,” যার জবাবে করণ বলেন, “… ইউ টু।” এরপর একটি দৃশ্যে দেখা যায় রণবীর কাপুর সিরিজের ওপর এক চরিত্রের কাছ থেকে একটি ভ্যাপ চান এবং প্রকাশ্যে তা ব্যবহার করেন। কিন্তু এই দৃশ্যে কোথাও কোনও স্বাস্থ্য-সংক্রান্ত সতর্কবার্তা বা আইনি বিজ্ঞপ্তি দেখানো হয়নি, যা ২০১৯ সালের Prohibition of Electronic Cigarettes Act অনুযায়ী অপরাধ।

এই প্রেক্ষিতে এনএইচআরসি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে এমন দৃশ্যের প্রচারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। পাশাপাশি, মুম্বই পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করা হয় এবং প্রয়োজন হলে এফআইআর দায়ের করা হতে পারে।

এই ঘটনায় ওয়েব সিরিজটির প্রযোজক সংস্থা, আরিয়ান খান ও নেটফ্লিক্স-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের একাংশ বলছে, সমাজে জনপ্রিয় ব্যক্তিত্বদের এমন আচরণ তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক কোনদিকে গড়ায় এবং রণবীর কাপুর বা নির্মাতারা এ নিয়ে কী প্রতিক্রিয়া দেন।