Ranbir-Alia-Shraddha: হবু স্বামী রণবীর ব্যস্ত শুটিংয়ে শ্রদ্ধার সঙ্গে, কি করছেন আলিয়া?

Ranbir-Alia-Shraddha: সাক্ষাৎকার চলার সময়ই ‘রালিয়া’রা হয়তো বিয়ে করে ফেলেছেন দেখা যেতেই পারে। কারণ ওঁদের কোনও ভরসা নেই, জানাচ্ছে নীতু সিং

Ranbir-Alia-Shraddha: হবু স্বামী রণবীর ব্যস্ত শুটিংয়ে শ্রদ্ধার সঙ্গে, কি করছেন আলিয়া?
বিয়ের আগেই সপরিবার এক ফ্রেমে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 8:52 AM

বিয়ে বলে কাজের প্রতিশ্রুতি থেকে তো দূরে থাকা যায় না। থাকছেনও না বি-টাউনের এই মুহূর্তের সবচেয়ে চর্চিত ‘দুলহা’ রণবীর কাপুর (Ranbir Kapoor )। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবির শুটিং চলছে মুম্বইয়ের গোরেগাঁওর আরে কলোনিতে। শ্রদ্ধা কাপুরের  (Shraddha Kapoor) সঙ্গে ছবির একটি গানের দৃশ্যের শুটিং চলছে। সেই ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রণবীর নীল রঙের শেরওয়ানি আর শ্রদ্ধা হলুদ শাড়ি পরেছেন। এই গানের দৃশ্য শুট করার জন্য একটা বড় সেট তৈরি করা হয়েছে এলাকায়। দৃশ্যটি দেখে অনুমান করা যাচ্ছে, এটা একটা বিয়ের গানের শুট। কিছু দিন আগে দিল্লিতেও এই পোশাকে শুট করতে দেখা গিয়েছিল রণবীর-শ্রদ্ধাকে। মনে হয়, একই গানের দৃশ্য এটি। রণবীরের বিয়ের জন্যই কি মুম্বইতে নতুন করে সেট তৈরি করে শুট করছেন লাভ রঞ্জন?

এই ছবির শুটিংয়ের জন্য রণবীর এলাকারই এক পাঁচতারা হোটেলে থাকছেন বলেও সূত্রের খবর। অন্য দিকে সাংবাদিকদের মুখোমুখি না হওয়ার জন্য আলিয়া ভাটও  (Alia Bhatt)নিজেকে গৃহবন্দী করেছেন। তবে রণবীর শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য আলিয়া হবু শাশুড়ি মা নীতু সিংয়ের সঙ্গে বিয়ের যাবতীত ব্যবস্থাপনার উপর নজর রাখছেন। এর মধ্যে পাপারাৎজ়িদের ক্যামেরায় উঠে এসে আরও একটি ছবি। যেখানে নীতু সিং যাচ্ছেন সেলোনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋষি ঘরণীর কাছে ছেলের বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “আমিও শুনছি ওঁদের নাকি বিয়ে। কিন্তু আমার কাছে কোন তথ্য নেই। কীভাবে যে এমন খবর ছড়ায় কে জানে! তবে আমি ওঁদের বলেছি, যখন এমন খবর রটেছে, তাহলে বিয়েটা এখন সেরেই ফেলো”। শুধু এতেই থামেননি আলিয়ার বহু শাশুড়ি মা। সঙ্গে যোগ করেছেন, সাক্ষাৎকার চলার সময়ই ‘রালিয়া’রা হয়তো বিয়ে করে ফেলেছেন দেখা যেতেই পারে। কারণ তাঁর মতে, ওঁদের কোনও ভরসা নেই। কখন যে কী করে বোঝা দায়। ওঁরা নিজেদের মধ্যেই থাকেন। গত দু’বছর ধরে বিয়ের গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জন চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কারণ দুই পরিবারের কার্যকলাপ, যা বলে দিচ্ছে এবার বিয়েটা হবেই। তবে সঠিক বিয়ের তারিখ এখনও নেই। ১৪ থেকে ১৭ এপ্রিল- যে কোনও দিন ‘রালিয়া’ বিয়ে করে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেবেন অনুরাগীদের সঙ্গে।

অন্যদিকে লাভ রঞ্জনের রোম্যান্টিক কমেডি এই ছবির হাত ধরে বলিউডে ডেবু করছেন প্রযোজক বনি কাপুর। তাঁকে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে। রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। তিনি রণবীরের মা। ঋষি কাপুরে বহু হিট ছবির নায়িকা ডিম্পল। তিনি কেরিয়ার শুরু করেন ববি ছবি দিয়ে, কামব্যাক করেন সাগর ছবি দিয়ে। দুটো ছবির নায়কই ছিলেন ঋষি কাপুর। আর দুটোই ছিল ব্লকবাস্টার হিট। এবার ঋষির ছেলের সঙ্গে অনস্ক্রিন কেমন রসায়ন জমে ডিম্পলের সেটাই দেখার।

আরও পড়ুন-Alia Bhatt: আলিয়া ভাট নিজেকে গৃহবন্দী করে রেখেছেন, কেন? রইল তার হদিশ

আরও পড়ুন-Randhir Kapoor-Ranbir-Alia: এ কী বলছেন রণধীর কাপুর ভাইপো রণবীরের বিয়ে নিয়ে!

আরও পড়ুন-Ranbir-Alia: বাবা-মায়ের মতো আলিয়াকে নিজের পৈতৃক বাড়িতেই কি বিয়ে করতে চলেছেন রণবীর?