মহারাষ্ট্রে নতুন করে কোভিড-এর প্রকোপ বেড়েছে। অনেক জায়গায় ফের লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার ভ্য়াকসিনেশন শুরু করেছে। সকলকেই সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধও করছে। এরই মধ্যে কোভিড আক্রান্ত হলেন অভিনেতা রণবীর কাপুর। তাঁর কাকা রণধীর কাপুর জানিয়েছেন তিনি কোভিড টেস্ট করিয়েছেন। রণধীর আরও জানিয়েছেন, রণবীরের শরীর ভাল নেই। যদিও রণবীর কোভিড নিয়ে নিজে কিছু বলেননি। তবে রণবীরের মা নীতু কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন ছেলে।
কয়েক দিন আগে রণবীরের মা নীতু কাপুর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। ‘যুগ যুগ জিও’-এর শুটিং করতে গিয়ে তিনি কোভিড আক্রান্ত হন। যদিও এখন তিনি ভাল আছেন। রণবীর এই মুহূর্তে ‘কোয়ারেন্টাইন’-এ রেখেছেন নিজেকে। বিশ্রাম নিচ্ছেন। রণবীর পর পর বেশ কয়েকটা সিনেমার শুটিং করছিলেন। আপাতত তিনি গৃহবন্দি।
সম্প্রতি রণবীর কাপুর নিজের অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কিডনি সহ বেশ কিছু অঙ্গ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অবশ্য একা নন। ‘ব্রহ্মাস্ত্র’ টিমের অমিতাভ বচ্চন, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় সকলেই কিডনি দানের অঙ্গীকার করেছেন। আলিয়া ভাট নিজে অঙ্গদান না করলেও তিনি এই মহান উদ্যোগের সঙ্গে আছেন।
আরও পড়ুন :“বনসালীর ছবির নাম বদলাতে হবে”—দাবি মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কের
রণবীরের হাতে এখন পর পর ছবি। এই প্রথম আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখা যাবে ‘‘ব্রহ্মাস্ত্র’-তে। যদিও ছবির শুটিং এখনও কিছুটা বাকি। এছাড়া তিনি পরিণীতি চোপড়ার সঙ্গে ‘অ্যানিমাল’, শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম-না হওয়া একটি ছবিতে অভিনয় করছেন।