
স্টার জলসা চ্যানেলে রাত সাড়ে আটটায় লঞ্চ হলো ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। অন্য দিকে জি বাংলা চ্যানেলে ঠিক সেই সময়ে লঞ্চ করা হয়েছে ‘দাদামণি’। দুই বিনোদন চ্যানেলের মধ্যে এই দুই ধারাবাহিক নিয়ে জোর টক্কর চলেছে। নিয়মিত ধারাবাহিক দেখেন যাঁরা, তাঁরাও অপেক্ষা করে ছিলেন কোন ধারাবাহিক এগিয়ে যায়, সেটা জানার জন্য।
বার্ক রেটিংয়ের নির্দিষ্ট গ্রুপে ‘রাণী ভবানী’ ধারাবাহিক পেল ৬.৭। এদিকে ‘দাদামণি’-র নম্বর ৫.৮। দু’টো ধারাবাহিকই ভালো রেটিং নিয়ে শুরু করেছে, সেটা বলা যায়। তবে মুক্তির প্রথম সপ্তাহেই যেভাবে প্রথম পাঁচে ঢুকে পড়ল ‘রাণী ভবানী’ ধারাবাহিক, সেটা তাক লাগিয়ে দেওয়ার মতো।
এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ‘পরশুরাম’। ৭.৫ রেটিং দখলে রেখেছে এই ধারাবাহিক। এরপরই ‘ফুলকি’র দখলে রয়েছে ৭.১। ‘জগদ্ধাত্রী’ আর ‘চিরসখা’ দুই ধারাবাহিক রয়েছে তিন নম্বর জায়গায়। তাদের দখলে রেটিং ৬.৮। এরপরই জায়গা করে নিয়েছে ‘রাণী ভবানী’। ৬.৭ রেটিং নিয়ে। আগামী সপ্তাহে কি প্রথম তিন ধারাবাহিকের মধ্যে ঢুকে পড়বে এটি? এখনই সেই প্রশ্ন ঘুরছে। পাঁচ নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ আর ‘পরিণীতা’। তাদের দখলে ৬.২। ‘পরিণীতা’ ১৩বার বেঙ্গল টপার হয়েছিল। তবে ইদানীং সেই ধারাবাহিকের যা রেটিং তাতে প্রথম তিনে থাকছে না। আগামী সপ্তাহে নতুন দুই ধারাবাহিকের রেটিং কী হয়, তার উপর প্রথম পাঁচে কে কোথায় থাকবে, তা নির্ভর করবে। অন্য ধারাবাহিকগুলোর মধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘গৃহপ্রবেশ’ বেশ ভালো ফল করছে।