ক্যামেরার সামনে মেয়েকে আনতেই চান না রানি মুখোপাধ্যায়। কারণ একটাই, মেয়ে বড় না হওয়ার পর্যন্ত সে আদপে ক্যামেরার সামনে আসতে চান কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন, তাই আড়ালেই রাখেন। মেয়ের বয়স এখন আট বছর। তার ছোটবেলার বেশ কিছু ছবি পাওয়া গেলেও ৫ বছরের পর থেকে ছবি সামাজিক মাধ্যমে প্রায় নেই বললেই চলে। তবে অম্বানিদের অনুষ্ঠানে সেই হিসেব গেল ঘেঁটে। সামনে এল ছোট্ট আদিরার ছবি-ভিডিয়ো। মায়ের সঙ্গে মুকেশ অম্বানির ছোট ছেলের প্রাকবিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছিল আদিরা। সেখানে মা রানি মুখোপাধ্যায় তাঁকে আলাপ করিয়ে দেন সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। আর তখনই ক্যামেরা বন্দী হয় সে। এক ঝলকই দেখা গিয়েছে আদিরাকে। তবে রানিভক্তরা দারুণ খুশি। একজন লেখেন, “এ তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে।” আর একজন প্রশ্ন করেছেন, “কেন এভাবে লুকিয়ে রাখেন আদিরাকে? ও কী ভীষণ মিষ্টি।”
এর আগে আদিরাকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে রাখা নিয়ে ‘কফি উইদ করণ’-এ মুখ খুলেছিলেন রাখী। বলেছিলেন, “এ জন্য পাপারাৎজিকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওরা জানে আমার স্বামী আদিত্য চোপড়া কেমন। ও চায় না আদিরা কোনও কিছুর জন্যই বিশেষ সুবিধে পাক। আর সে কারণেই আমরা চাই না ওর ছবি তোলা হোক।” ২০১৫ সালের ৯ ডিসেম্বর জন্ম হয় ছোট্ট আদিরার। বাবা-মায়ের চোখের মণি সে।