বাংলার কোন খাবারের জন্য রোজ বায়না করে রানির মেয়ে, নায়িকাই বলে দিলেন

এই বছর দশ হবে আদিত্য চোপড়া আর রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার। ২০১৫ সালের ৯ ডিসেম্বর জন্ম হয়েছিল রানির মেয়ের। তবে দশটা বছর কেটে গেলেও, জনসমক্ষে তাঁকে আনেননি আদিত্য আর রানি। আদিত্য চোপড়া বলিউডের অন্যতম নামী পরিচালক হলেও, নিজে প্রচারের আলোতে আসতে চান না। মেয়ে যাতে প্রচারের আলোর বাইরে একটা শান্তির জীবন পায়, তার জন্য দশটা বছর দারুণভাবে প্ল্যান করে কাটাতে সফল-হলেন রানি আর আদিত্য।

বাংলার কোন খাবারের জন্য রোজ বায়না করে রানির মেয়ে, নায়িকাই বলে দিলেন

| Edited By: Bhaswati Ghosh

Jun 09, 2025 | 12:26 PM

এই বছর দশ হবে আদিত্য চোপড়া আর রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার। ২০১৫ সালের ৯ ডিসেম্বর জন্ম হয়েছিল রানির মেয়ের। তবে দশটা বছর কেটে গেলেও, জনসমক্ষে তাঁকে আনেননি আদিত্য আর রানি। আদিত্য চোপড়া বলিউডের অন্যতম নামী পরিচালক হলেও, নিজে প্রচারের আলোতে আসতে চান না। মেয়ে যাতে প্রচারের আলোর বাইরে একটা শান্তির জীবন পায়, তার জন্য দশটা বছর দারুণভাবে প্ল্যান করে কাটাতে সফল-হলেন রানি আর আদিত্য।

তবে আদিরার কী-কী পছন্দ, তা নিয়ে মাঝে-মাঝেই কথা বলেন রানি। বাঙালি বাড়ির মেয়ে বলে কথা। সম্প্রতি রানি এক নামী শেফকে জানিয়েছেন, আদিরা রোজ রসগোল্লা খাওয়ার জন্য বায়না করছে। রানির কথায়, ”এখন যেরকম বলা হয়, চিনি হলো বাচ্চাদের জন্য বিষের সমান, সেটা আমি মানি। কিন্তু যেটা ওকে খেতে সব সময়ে বারণ করব, সেটা বেশি করে খেতে চাইবে। তাই রসগোল্লা খেতে চাইলেই যে আমি বারণ করে দিই তা নয়। তখন ওর উত্‍সাহ কমে যায়। আমার ধারণা, এরকমভাবেই ওর একদিন করোলা খাওয়াতে আগ্রহ তৈরি হবে।”

আদিরাকে দেখা জন্য অপেক্ষারত সিনেমাপ্রেমীরা। তার সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এলেও, ১০ বছরের জন্মদিন নাকি ১৮ বছরের জন্মদিনে আদিরাকে সামনে আনবেন রানি আর আদিত্য, তা নিয়ে চর্চা রয়েছে। বলিউডে নায়িকা হিসাবে আগামী দিনে দেখা যাবে কিনা আদিরাকে, সেটাও প্রশ্ন। রানি ভালো মা হওয়ার লক্ষ্যে অটল। সেই সঙ্গে হাতেগোনা ছবি কাজ করেই দর্শক মনে ছাপ তৈরি করছেন নায়িকা।