নতুন বছরে বড় চমক! রানির নতুন ছবিতে নায়ক কে জানেন?

‘ওহ মাই গড’ ইউনিভার্স আরও বড় হচ্ছে, আর এর সঙ্গে ফিরছে এমন এক স্বর্ণযুগের জুটি, যেটা দর্শকরা বহু দশক ধরে দেখার স্বপ্ন দেখছেন। এক বড়সড় কাস্টিং চমকে, ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'ওহ মাই গড’ থ্রি-তে অক্ষয় কুমারের সঙ্গে নাকি যুক্ত হয়েছেন রানি মুখোপাধ্যায়। আরও চমকপ্রদ বিষয় হলো, এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দুই আইকনকে।

নতুন বছরে বড় চমক! রানির নতুন ছবিতে নায়ক কে জানেন?

| Edited By: Bhaswati Ghosh

Jan 02, 2026 | 2:51 PM

‘ওহ মাই গড’ ইউনিভার্স আরও বড় হচ্ছে, আর এর সঙ্গে ফিরছে এমন এক স্বর্ণযুগের জুটি, যেটা দর্শকরা বহু দশক ধরে দেখার স্বপ্ন দেখছেন। এক বড়সড় কাস্টিং চমকে, ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওহ মাই গড’ থ্রি-তে অক্ষয় কুমারের সঙ্গে নাকি যুক্ত হয়েছেন রানি মুখোপাধ্যায়। আরও চমকপ্রদ বিষয় হলো, এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দুই আইকনকে।

এই প্রজেক্টের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে যে, “সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কাস্টিংগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে একটি। ‘ওহ মাই গড’ অক্ষয় কুমারের সবচেয়ে প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি, আর রানি মুখোপাধ্যায় যুক্ত হওয়ায় ছবিটি আরও বড় হয়ে উঠছে। তাঁর উপস্থিতি গল্পে গভীরতা ও নতুনত্ব যোগ করবে।”

এই ছবিতে অক্ষয় কুমার আবারও পরিচালক অমিত রাইয়ের সঙ্গে কাজ করবেন, যিনি আগের ছবিটিকে বাণিজ্যিক সাফল্যের পথে চালিত করেছিলেন। যেখানে আগের ছবিগুলো অন্ধ বিশ্বাস এবং যৌনশিক্ষার মতো বিষয় নিয়ে কথা বলেছিল, সেখানে নতুন ছবিটা আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে বলে খবর। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা। সৃজনশীল টিমের মূল লক্ষ্য হলো—তৃতীয় পর্ব যেন আগের ছবিগুলোর বিশাল উত্তরাধিকারের সঙ্গে মানানসই হয়।

লক্ষণীয় রানি এখন ভীষণ বেছে কাজ করেন। কিন্তু যখনই কাজ করেন, দারুণ সব গল্প উপহার দেন। তাই এই ছবি করতে রানি রাজি হলে, অক্ষয়-রানির জুটি যে তাক লাগিয়ে দিতে পারে, তা নিয়ে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।