‘পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই…’, বলেও কেন পোস্ট মুছলেন রণবীর?
তিনি জানান, ভারতীয় হিসেবে তাঁর মনে পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই। বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি ও ভালবাসা প্রতিষ্ঠিত হোক, সেটাই তাঁর কামনা। কিন্তু পোস্টটি শেয়ার করার পরপরই তিনি তা মুছে দেন, এবং শুরু হয় চরম বিতর্ক।

জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়া, যিনি ‘বিয়ার বাইসেপস’ নামে পরিচিত, সম্প্রতি পাকিস্তানের নাগরীকদের উদ্দেশ্যে এক বার্তা দিয়ে এবার চরম বিপাকে পড়েন। তিনি জানান, ভারতীয় হিসেবে তাঁর মনে পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই। বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি ও ভালবাসা প্রতিষ্ঠিত হোক, সেটাই তাঁর কামনা। কিন্তু পোস্টটি শেয়ার করার পরপরই তিনি তা মুছে দেন, এবং শুরু হয় চরম বিতর্ক।
কী লেখা ছিল রণবীরের পোস্টে?
“পাকিস্তানের ভাই ও বোনেরা, এই কথাগুলো বলার জন্য আমি ভারতীয়দের চরম সমালোচনার মুখে পড়তে পারি। কিন্তু এটা বলা জরুরি। আমার মতো আরও অনেক ভারতীয় আছেন, যাঁদের মনেও আপনাদের জন্য ঘৃণা নেই। আমরা অনেকেই শান্তি চাই। আমরা যখনই কোনও পাকিস্তানির সঙ্গে দেখা করি, দেখা যায় তাঁরা আমাদের সাদর অভিনন্দন জানান।”
তবে তিনি সতর্ক করতে এও জানান, পাকিস্তানের সমস্যা সরকার নয়। রণবীর লেখেন, “আপনাদের দেশ সরকারের দ্বারা চলে না, চলে আইএসআই-এর দ্বারা। সাধারণ পাকিস্তানিরা একেবারেই আলাদা। কিন্তু এই দুটি শক্তি বারবার ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়িয়েছে,” — মন্তব্য রণবীরের।
পোস্টের শেষে রণবীর আরও লেখেন, “এই লড়াই ভারতীয় বনাম পাকিস্তানের জনগণের নয়। এই লড়াই ভারত বনাম পাকিস্তানের জঙ্গি ও আইএসআই-এর। ভবিষ্যতে শান্তি ফিরে আসুক।” তবে পোস্টটি মুছে ফেলার পরও তা ঘিরে চলতে থাকে ব্যাপক সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে স্ক্রিনশট। এক জন লেখেন, “এই পোস্ট আমাদের সেনাবাহিনীর প্রতি অবমাননা। চরম ভণ্ডামি।” আরেকজন মন্তব্য করেন, “রণবীর কোনওদিনই শিক্ষা হবে না!”
Hello @BeerBicepsGuy , This is insulting to our brave armed forces. And on your part it is Hypocrisy at its peak. Shame on you!#Ceasefire #RanveerAllahbadia #IndiaPakistanWar #SamayRana pic.twitter.com/ypGtG0ZA1y
— Dipu Shaw (@DipuShaw) May 10, 2025
সমালোচনার মুখে পড়ে রণবীর পরে একটি ভিডিয়ো প্রকাশ করেন, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর না ছড়ানোর কথা জানান। সেই ভিডিয়োতে তিনি পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাস কার্যকলাপ নিয়েও মুখ খোলেন। এই ঘটনার পর থেকে নেটদুনিয়ায় চলছে নানা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ রণবীরের বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, তিনি সময়-সচেতন না হয়ে অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করছেন।





