১৫০ কোটি টাকার বিজ্ঞাপন? রণবীরের লুক ফাঁস হতেই শোরগোল তুঙ্গে

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি, যিনি শাহরুখ খান অভিনীত জওয়ান (২০২৩) ছবি করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছেন। তাঁর নিজ ঘরানার অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে রণবীরকে দেখা যাবে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে।

১৫০ কোটি টাকার বিজ্ঞাপন? রণবীরের লুক ফাঁস হতেই শোরগোল তুঙ্গে

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 18, 2025 | 2:54 PM

বলিউড তারকা রণবীর সিং ফের একবার খবরের শিরোনামে। এবার তাঁকে হাজির হতে দেখা গেল এক দুর্দান্ত অ্যাকশন অবতারে। তবে এবার কোনও সিনেমায় নয়, বরং এক বিজ্ঞাপনে হাজির হচ্ছেন তিনি। যার খরচ শুনলে চোখ উঠবে কপালে। এক খাবারের ব্র্যান্ড ‘চিংস ডিজি চাইনিজ’-এর নতুন বিজ্ঞাপনের জন্য সম্প্রতি একটি হাই-অকটেন অ্যাড শ্যুট করেছেন রণবীর, যার টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি, যিনি শাহরুখ খান অভিনীত জওয়ান (২০২৩) ছবি করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছেন। তাঁর নিজ ঘরানার অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে রণবীরকে দেখা যাবে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে। বিপরীতে থাকছেন নায়িকা শ্রীলীলা, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে।

সূত্রের খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে প্রায় ১৫০ কোটি টাকায়—যা ভারতের বিজ্ঞাপন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। তুলনা করলে দেখা যায়, এই বিজ্ঞাপনের ব্যয় অনেক বলিউড ছবির চেয়েও বহুগুণে বেশি।

রণবীর সিং এর আগে চিংস ব্র্যান্ডের জন্য বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। রোহিত শেঠির পরিচালনায় তৈরি তাঁর আগের ‘চিংস’ অ্যাড সিরিজও বেশ সাড়া ফেলেছিল। এবার অ্যাটলির সঙ্গে তাঁর এই নতুন উদ্যোগকে অনেকেই বলিউড ও বিজ্ঞাপনের সংযোগের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তারই ফাস্ট লুক প্রকাশ্যে এল শনিবার। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই বিজ্ঞাপনের পোস্টার। এখন দেখার বিজ্ঞাপনে আর কোন কোন চমক লুকিয়ে।

অন্যদিকে, রণবীর এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবির কাজে। যার পরিচালক আদিত্য ধর। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা।