AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রোজ মনে হয়, আজই জীবনের শেষ দিন’, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রণবীর

Ranveer Singh Secret: আজ প্রথম নয়, বলিউডে পা রাখার পর থেকেই তিনি নিজের এমনই ইমেজ বানিয়ে রেখেছেন। রণবীর সিং-কে নিয়ে একই মন্তব্য করে থাকেন দীপিকা পাড়ুকোনও।

'রোজ মনে হয়, আজই জীবনের শেষ দিন', বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রণবীর
রণবীরকে ঘিরে আলোড়ন
| Updated on: Nov 18, 2024 | 4:01 PM
Share

রণবীর সিং এ কী বলে বসলেন? কী এমন হল অভিনেতার? জীবনে কোন বড় সিদ্ধান্ত নিলেন তিনি! নাহ, রণবীর সিং-এর ক্ষেত্রে এই পদক্ষেপ নতুন নয়। ‘রোজ মনে হয়, আজই জীবনের শেষ দিন’, জীবনটাকে এভাবেই দেখেন রণবীর। আর এবার সেই সিক্রেটই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। কী সেই সিক্রেট! চলুন জেনে নেওয়া যাক।

রণবীর সিং, পাওয়ার প্যাক বলিউড অভিনেতা। যিনি পর্দায় থাকা মানেই এনার্জির ফোয়ারা। তাঁর নাচ হোক কিংবা অভিনয়, যে কোনও ইভেটেন্টে উপস্থিতি হোক কিংবা সঞ্চালনা, রণবীর সিং হাজির মানেই সকলের উত্তেজনার পারদ তুঙ্গে। তাঁর প্রতিটা সহকর্মীই একবাক্যে স্বীকার করে নেন রণবীর মানেই ধামাকা। আজ প্রথম নয়, বলিউডে পা রাখার পর থেকেই তিনি নিজের এমনই ইমেজ বানিয়ে রেখেছেন। রণবীর সিং-কে নিয়ে একই মন্তব্য করে থাকেন দীপিকা পাড়ুকোনও।

ফলে জনপ্রিয় এই স্টারের সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসতে দেখা যায়, এই বিপুল পরিমাণ এনার্জির উৎস কী? কীভাবে রণবীর সিং নিজেকে সব সময় এতটা প্রাণবন্ত রাখেন? এবার মিলল তার উত্তর। কীভাবে? তাঁর বিশেষ ডায়েটে। যে উপাদান গুলো নিয়ে এবার তিনি হাজির হলেন অনুরাগীদের দরজায়। এবার নয়া ব্র্যান্ড নিয়ে হাজির তিনি।

থিঙ্ক৯-এর সঙ্গে টিমআপ করে লঞ্চ করলেন সুপার ইউ প্রোটিন ব্র্যান্ড। তারই বিজ্ঞাপনে রণবীর সিং-কে বলতে শোনা গেল, ‘রোজ মনে হয়, আজই জীবনের শেষ দিন। তাই অনেক কিছ করতে হবে।’ আর ঠিক সেই কারণেই এনার্জি একবিন্দু কম হলে চলবে না। তাই সব সময় নিজেকে সতেজ রাখার চেষ্টা করেন তিনি। আর সেই সিক্রেটই লুকিয়ে নাকি এই ব্র্যান্ডে বলেই দাবি করলেন রণবীর সিং।