অস্বস্তিকর পরিস্থিতিতে শুধু মহিলাদেরই পড়তে হয়! জানেন রণবীর সিং-এর সঙ্গে কী ঘটে?
Bollywood: এক অজ্ঞাত ব্যক্তির থেকে ডাক পেয়েছিলেন রণবীর সিং। তিনি গিয়েছিলেন। সেখানে যখন পৌঁছিয়ে যান, দেখেন জায়গাটা অন্ধকার। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা ঠিক হচ্ছে না। তাও তিনি সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করেন।
রণবীর সিং, বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নিজের ছন্দে কাজ শুরু করার মত সৌভাগ্য ঠিক সকলের হয় না। কোথাও গিয়ে যেন সেই কঠিন সত্যির মুখোমুখি হতে হয়েছে কম বেশি সকলকেই। রণবীর সিং, প্রথম থেকেই বেজায় স্ট্রাগেল করতে হয়েছে এই অভিনেতাকে। কেরিয়ারের শুরুতেই বাজিমাত করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে তিনি প্রথম তিন বছর যে স্ট্রাগেল করেছিলেন, তা ভোলার নয়। সেই সময় একটা ছবির প্রস্তাবের জন্য মরিয়া হয়ে থাকতেন তিনি।
কাস্টিং কাউচ বিষয়টা সম্পর্কে তখনও তিনি অবগত নন। তখন এক অজ্ঞাত ব্যক্তির থেকে ডাক পেয়েছিলেন রণবীর সিং। তিনি গিয়েছিলেন। সেখানে যখন পৌঁছিয়ে যান, দেখেন জায়গাটা অন্ধকার। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা ঠিক হচ্ছে না। তাও তিনি সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করেন।
সেখানেই প্রকাশ্যে তাঁকে জিজ্ঞেস করা হয়েছে তিনি স্মার্ট ওয়ার্কার নাকি হার্ড ওয়ার্কার, ভেবে রণবীর বলেছিলেন তিনি মোটেও স্মার্ট ওয়ার্কার নন। তিনি হার্ড ওয়ার্কার। তবে রণবীর সিং-এর এই উত্তর মোটেও পছন্দ হয়নি কারও। তাই সেখানে উপস্থিত এক ব্যস্তি প্রকাশ্যে বলে বসেন যে এভাবে চলবে না, তাঁকে স্মার্ট ও সেক্সি হতে হবে।
এরপর তাঁকে নিয়ে চলতে থাকে নানা রসিকতা। একটা সময় বিষয়টা বুঝতে পেরেছিলেন রণবীর সিং। তিনি সেখান থেকে একপ্রকার পালিয়ে বেরিয়ে আসেন। রণবীরের সেই একবারের অভিজ্ঞতাতেই ইতি। তিনি আর কোনওদিন এমন কোনও অজ্ঞাত জায়গায় যাননি। কিংবা কোনও বিপদে পড়েননি।