রণবীর শোরে এবং কঙ্কনা সেনশর্মার ডিভোর্স হয়ে গিয়েছে গত বছর আগস্টেই। ২০১০–এ ওঁদের বিয়ে হয়েছিল। ২০১৫–তে ছাড়াছাড়ি। এর পরেও কঙ্কনার প্রথম পরিচালিত ছবি ‘ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে অভিনয় করেছিলেন প্রাক্তন স্বামী রণবীর শোরে। মনে হয়েছিল, ব্যক্তিগত সম্পর্কের তিক্ততার আঁচ প্রফেশনাল সম্পর্কের ওপর ফেলতে চান না দু’জনের কেউই। যদিও এর পর আর কোনও ছবিতে দু’জনকে একসঙ্গে আর দেখা যায়নি। তাহলে কি নতুন করে কোনও ঝামেলা শুরু হল দু’জনের মধ্যে?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর শোরে সমস্ত কিছু খোলসা করে দিয়েছেন। রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল কঙ্কনার সঙ্গে তাঁকে আবার ছবিতে একসঙ্গে দেখা যাবে কি না? রণবীর পরিষ্কার বলেন “ সন্দেহ আছে আবার একসঙ্গে কাজ করব কি না! যখন ‘ ডেথ ইন দ্য গঞ্জ’ করেছিলাম,তখনও আমরা একসঙ্গে ছিলাম না। কঙ্কনা ছবিতে আমায় চেয়েছিল বলেই আমি ছিলাম। কিন্তু আমাদের ব্যক্তিগত তিক্ততা আমাদের বাচ্চার ওপর পড়ুক,আমরা কেউই তা চাই না। আমরা যা কিছু স্টেপ নিচ্ছি তা হারুণের ভালর জন্যই নিচ্ছি।”
আরও পড়ুন:সুখবর? একগাল হাসির কারণ জানালেন তাপসী পান্নু
হারুণ,রণবীর–কঙ্কনার ছেলে। ২০১১–তে হারুণের জন্ম। এখন ওর বয়স নয়। কঙ্কনা বা রণবীর দু’জনের কেউই চান না তাঁদের ব্যক্তিগত টানাপোড়েন ছেলে হারুণের ওপর কোনও প্রভাব ফেলুক। তাই হয়ত দু’জনের একসঙ্গে ছবি না–করার এই সিদ্ধান্ত!