সুখবর? একগাল হাসির কারণ জানালেন তাপসী পান্নু

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাপসী। আসমানি নীল পোশাকে তিনি যেন মোহময়ী।

সুখবর? একগাল হাসির কারণ জানালেন তাপসী পান্নু
তাপসী পান্নু
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 12:09 PM

হঠাৎ এত খুশি কেন অভিনেত্রী তাপসী পান্নু? চোখ-মুখ থেকে ঝরে পড়ছে আনন্দের ঝলক। আসমানি নীল পোশাকে তিনি যেন মোহময়ী। সুখবর দিতে চলেছেন তাপসী? রহস্যের কিনারা করলেন তাপসী নিজেই।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাপসী। একগাল হাসি, দূরে দিগন্ত রেখায় সূর্য উঁকি দিচ্ছে, সাগরের ফ্যাকাসে জলে সেই রক্তিম আভা এসে তৈরি করেছে এক মায়াবী রূপ। নীল পোশাকে দু’হাত ছড়িয়ে বেঞ্চে বসে রয়েছেন তাপসী। মুখে-চোখে ক্লান্তি, দুশ্চিন্তার নামমাত্র নেই। তাপসীর ছবির ক্যাপশন থেকেই জানা গেল, তাঁর আসন্ন ছবি ‘লুপ লাপেতা’র শুট প্রায় শেষের মুখে। তাই শেষ শিডিউলের শেষ অফ ডে-তেই নিজেকে ভালবাসার সময় খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

ছবিটি তুলে দিয়েছেন নামজাদা ফ্যাশন ফোটোগ্রাফার অতুল কাশবেকর। তাঁকেও ক্রেডিট দিতে ভোলেননি তাপসী। লিখেছেন, “ইন হাউজ লেন্স ম্যান ঠিক খেয়ার রেখেছে রঙ, পোজ, এক্সপ্রেশন সব ঠিক রয়েছে কিনা”। ইতিমধ্যেই আড়াই লক্ষের বেশি লাইক কুড়িয়েছে ছবিটি। তাপসীর ‘হ্যাপি গো লাকি’ লুক ভাল লেগেছে অনুরাগীদের।

আরও পড়ুন:‘ওয়ার্ল্ড হাগ ডে’, দেখুন বলিউডের সেরা কয়েকটি আলিঙ্গন দৃশ্যের ফটোগ্যালারি

ছবিতে তাপসীর চরিত্রের নাম স্যাভি। দিন কয়েক আগে সেই লুক রিভিল হয়ে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘লুপ লাপেতা’ আদপে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত জার্মান ছবি ‘রান লোলা রান’ –এর হিন্দি রিমেক। পরিচালনায় রয়েছেন আকাশ ভাটিয়া।