‘ওয়ার্ল্ড হাগ ডে’, দেখুন বলিউডের সেরা কয়েকটি আলিঙ্গন দৃশ্যের ফটোগ্যালারি

আজ 'ওয়ার্ল্ড হাগ ডে'। অতিমারির কবলে পরে আলিঙ্গন এখন নৈব নৈব চ। আজ 'ওয়ার্ল্ড হাগ ডে'-তে বলিউডের সেরা কিছু আলিঙ্গন দৃশ্যের ঝলক দেখেই না-হয় দুধের স্বাদ ঘোলে মেটানো যাক।

| Updated on: Feb 12, 2021 | 11:41 AM
সিলসিলা(১৯৮১) : যশ চোপড়া পরিচালিত সিলসিলা ত্রিকোণ প্রেমের গল্প। সিনেমায় অমিতাভ বচ্চন-জয়া বচ্চন-রেখার ত্রিকোণ প্রেম বাস্তবেও ছাপ ফেলেছিল। এই ছবির গান কালজয়ী।

সিলসিলা(১৯৮১) : যশ চোপড়া পরিচালিত সিলসিলা ত্রিকোণ প্রেমের গল্প। সিনেমায় অমিতাভ বচ্চন-জয়া বচ্চন-রেখার ত্রিকোণ প্রেম বাস্তবেও ছাপ ফেলেছিল। এই ছবির গান কালজয়ী।

1 / 8
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) : আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কালজয়ী রোম্যান্টিক ছবি। সর্ষে ক্ষেতে শাহরুখ-কাজলের প্রেমের দৃশ্য হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম  রোম্যান্টিক দৃশ্য।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) : আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কালজয়ী রোম্যান্টিক ছবি। সর্ষে ক্ষেতে শাহরুখ-কাজলের প্রেমের দৃশ্য হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম রোম্যান্টিক দৃশ্য।

2 / 8
হাম দিল দে চুকে সনম (১৯৯৯) : সঞ্জয় লীলা বনসালী পরিচালিত হাম দিল দে চুকে সনম ত্রিকোণ প্রেমের গল্প। সলমন খান-ঐশ্বর্যা রাই- অজয় দেবগণকে নিয়ে এই ছবি সেই সময়ে সাড়া ফেলেছিল। মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক এই ছবি বানিয়েছিলেন।

হাম দিল দে চুকে সনম (১৯৯৯) : সঞ্জয় লীলা বনসালী পরিচালিত হাম দিল দে চুকে সনম ত্রিকোণ প্রেমের গল্প। সলমন খান-ঐশ্বর্যা রাই- অজয় দেবগণকে নিয়ে এই ছবি সেই সময়ে সাড়া ফেলেছিল। মৈত্রেয়ী দেবীর ‘ন হন্যতে’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক এই ছবি বানিয়েছিলেন।

3 / 8
মহব্বতে (২০০০) :  আদিত্য চোপড়া পরিচালিত মহব্বতে নিটোল প্রেমের গল্প। অমিতাভ বচ্চন-শাহরুখ খান- ঐশ্বর্যা রাই বচ্চনের এই ছবি বলিউডে রোম্যান্সের সংজ্ঞা বদলে দেয়। একজন মিউজিক টিচার কীভাবে প্রেমের বন্যায় ভাসিয়ে দেবেন গোটা কলেজ,সেই নিয়েই এই ছবি।

মহব্বতে (২০০০) : আদিত্য চোপড়া পরিচালিত মহব্বতে নিটোল প্রেমের গল্প। অমিতাভ বচ্চন-শাহরুখ খান- ঐশ্বর্যা রাই বচ্চনের এই ছবি বলিউডে রোম্যান্সের সংজ্ঞা বদলে দেয়। একজন মিউজিক টিচার কীভাবে প্রেমের বন্যায় ভাসিয়ে দেবেন গোটা কলেজ,সেই নিয়েই এই ছবি।

4 / 8
বীর জারা (২০০৪): যশ চোপড়া পরিচালিত বীর জারা ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম রোম্যান্টিক ছবি। শাহরুখ একজন ভারতীয় আর্মি, প্রীতি জিন্টা একজন পাকিস্তানি মেয়ে। দেশ-কাল-ধর্ম নির্বিশেষে দু’জনের এই প্রেমে মজেছিল গোটা দেশ।

বীর জারা (২০০৪): যশ চোপড়া পরিচালিত বীর জারা ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম রোম্যান্টিক ছবি। শাহরুখ একজন ভারতীয় আর্মি, প্রীতি জিন্টা একজন পাকিস্তানি মেয়ে। দেশ-কাল-ধর্ম নির্বিশেষে দু’জনের এই প্রেমে মজেছিল গোটা দেশ।

5 / 8
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) : অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি মিষ্টি প্রেমের গল্প। রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোনের কেমিস্ট্রি এই ছবিকে অন্য মাত্রা এনে দিয়েছিল।

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) : অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি মিষ্টি প্রেমের গল্প। রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোনের কেমিস্ট্রি এই ছবিকে অন্য মাত্রা এনে দিয়েছিল।

6 / 8
বজরঙ্গি ভাইজান (২০১৫) : কবীর খান পরিচালিত বজরঙ্গি ভাইজান একটা মিষ্টি সম্পর্কের গল্প। এই ছবির পর  সলমন খানকে গোটা দেশ ‘ভাইজান’ বলেই ডাকে। একটি হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় ‘ভাইজান’। ছবিটি সুপার-ডুপার হিট।

বজরঙ্গি ভাইজান (২০১৫) : কবীর খান পরিচালিত বজরঙ্গি ভাইজান একটা মিষ্টি সম্পর্কের গল্প। এই ছবির পর সলমন খানকে গোটা দেশ ‘ভাইজান’ বলেই ডাকে। একটি হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় ‘ভাইজান’। ছবিটি সুপার-ডুপার হিট।

7 / 8
বাজিরাও মস্তানি(২০১৫) :  সঞ্জয় লীলা বনসালী পরিচালিত বাজিরাও মস্তানি যথেষ্ট সাড়া ফেলেছিল। ত্রিকোণ প্রেমের গল্প এই ছবি। রণবীর সিং- দীপিকা পাডুকোন- প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন এই ছবিকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে।

বাজিরাও মস্তানি(২০১৫) : সঞ্জয় লীলা বনসালী পরিচালিত বাজিরাও মস্তানি যথেষ্ট সাড়া ফেলেছিল। ত্রিকোণ প্রেমের গল্প এই ছবি। রণবীর সিং- দীপিকা পাডুকোন- প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন এই ছবিকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে।

8 / 8
Follow Us: