করোনা মুক্ত হলেন অভিনেতা রণবীর শোরে
কিছুদিন আগে রণবীর শোরের কোভিড পজেটিভের খবরে ফ্যানরা খুবই বিচলিত হয়ে পড়েছিল। কমেন্ট-বক্স ভরে গিয়েছিল আরোগ্য কামনায়। তবে তিনি এখন করোনা মুক্ত। সুস্থ এবং ভাল আছেন।
বেশ কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রণবীর শোরে। গতকাল অভিনেতা নিজে টুইট করে জানিয়েছেন তিনি এখন করোনা-মুক্ত। এক সপ্তাহের বেশি আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন উনি পুরোপুরি সুস্থ।
কোভিড আক্রান্ত হওয়ার পরেই রণবীরের কমেন্ট-বক্স আরোগ্য কামনায় ভরে উঠেছিল। করোনা-মুক্ত হয়ে ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর। তবে এই রোগে আক্রান্ত হওয়ার জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। আইসোলেশনে থাকাকালীন একটি সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন হাত ধোয়ার ব্যাপারে তিনি একেবারেই উদাসীন ছিলেন। সেইভাবে কোনও সতর্কতা তিনি আর মানতেন না। কোভিডের জন্য নিজেকেই দোষারোপ করেছেন তিনি। সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন ভ্যাকসিন ঘোষণার পর গোটা দেশের মানুষ আর সেইভাবে কিছু মানছে না।
Happy to say I have tested negative for Covid after a week of quarantining and treatment. Thank you all for the good wishes. ??
— Ranvir Shorey (@RanvirShorey) February 25, 2021
রণবীরকে শেষ দেখা গিয়েছিল ‘লুটকেস’-এ। আরও কিছু ছবির কথা চলছে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্কনার সঙ্গে কাজ করা নিয়ে রণবীর সন্দেহ প্রকাশ করেছেন। রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল কঙ্কনার সঙ্গে তাঁকে আবার ছবিতে একসঙ্গে দেখা যাবে কি না? রণবীর পরিষ্কার বলেন “ সন্দেহ আছে আবার একসঙ্গে কাজ করব কি না! যখন ‘ ডেথ ইন দ্য গঞ্জ’ করেছিলাম,তখনও আমরা একসঙ্গে ছিলাম না। কঙ্কনা ছবিতে আমায় চেয়েছিল বলেই আমি ছিলাম। কিন্তু আমাদের ব্যক্তিগত তিক্ততা আমাদের বাচ্চার ওপর পড়ুক,আমরা কেউই তা চাই না। আমরা যা কিছু স্টেপ নিচ্ছি তা হারুণের ভালর জন্যই নিচ্ছি।”
আরও পড়ুন :কঙ্গনা এ বার ইন্টিরিয়র ডেকরেটর! কার বাড়ি সাজাচ্ছেন তিনি?