AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়?

গত আগস্টে তাঁদের একসঙ্গে দেখা যায় ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কে। সম্প্রতি, দু’জনকে একই গাড়িতে বিমানবন্দরেও দেখা গিয়েছে। তবে খানিকটা পিছিয়ে গেলে অনেকেরই মনে পড়তে পারে, করোনা কালে রশ্মিকার বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড, অনেকেই তখন অনুমান করেছিলেন, তাঁরা লিভইন সম্পর্কে রয়েছেন।

গোপনে বাগদান! কবে বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়?
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 10:29 AM
Share

দীর্ঘদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল এই জুটির প্রেম নিয়ে। এবার সামনে এল বিয়ের খবর। শনিবার সকাল সকাল সুখবর পেতেই আবেগে ভাসছেন অনুরাগীরা। বুঝতেই পারছেন, কথা হচ্ছে দক্ষিণের চর্চিত জুটি  বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সেরে ফেললেন বাগদান পর্বও ।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে, শনিবার সকালে বিজয়ের টিম হিন্দুস্থান টাইমস-কে খবরটি নিশ্চিত করে। যদিও এখনও পর্যন্ত এই জুটি নিজেরা কোনও ছবি পোস্ট করেননি বা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণাও করেননি। তবে বিজয়ের টিম সূত্রে খবর, তাঁরা এখন এনগেজড এবং আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই বিয়ে করতে চলেছেন।

রশ্মিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে। তাঁদের প্রথম একসঙ্গে করা ছবি ‘গীতা গোবিন্দম’ থেকেই মিলেছিল আভাস। পরে ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’-তে সেই জুটি আরও নজর কাড়ে। এরপর থেকেই তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এমনকি ২০২৪-এ তাঁরা স্পষ্ট জানান যে, তাঁরা মোটেও “সিঙ্গেল নন”, যদিও কে তাঁদের সঙ্গী সে বিষয়ে ছিলেন একেবারেই চুপ।

গত আগস্টে তাঁদের একসঙ্গে দেখা যায় ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কে। সম্প্রতি, দু’জনকে একই গাড়িতে বিমানবন্দরেও দেখা গিয়েছে। তবে খানিকটা পিছিয়ে গেলে অনেকেরই মনে পড়তে পারে, করোনা কালে রশ্মিকার বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড, অনেকেই তখন অনুমান করেছিলেন, তাঁরা লিভইন সম্পর্কে রয়েছেন। সেই থেকেই অনুরাগীদের প্রশ্ন করে, তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। অবশেষে মিলল সুখবর।

তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এই এনগেজমেন্ট খবর স্পষ্ট করে দিছে তাঁদের টিম। এখন কেবল পলক গোনার পালা। কবে চার হাত এক হয়, সেই মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া জুটির অনুরাগীরা।