মমতা শঙ্কর ও মিঠুনের প্রেম নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড়! কী ভাবেন ছেলে রাতুল?
স্যোশাল মিডিয়ায় নানা সময়ে দেখা যায়, খবরের শিরোনামে উঠে আসে তাঁর পরিবার সংক্রান্ত নানা বিষয়। তাঁর মা মমতা শঙ্কর ও সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রেমের সম্পর্ক নিয়ে নানা কথা, নানা গল্পও কম হয় না। এই বিষয়টাকে তাঁদের পরিবার বা তিনি কীভাবে দেখেন?

তবলা বাদক তথা অভিনেতা রাতুল শঙ্কর বহুবার পর আবার সিনেমার পর্দায় আসছেন। ছবির নাম ‘চেক ইন চেক আউট ‘। এই ছবির প্রচারে এসেই তিনি Tv9 বাংলাকে জানালেন বন্ধু সত্রাজিৎ সেনের অনুরোধেই আবার পর্দায় অভিনয় করলেন। যদিও তিনি সঙ্গীত জগতেই থাকতে বেশি পছন্দ করেন। তাঁর মতে সৌভাগ্যবশত, বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। তবে এই পরিবারের আদর্শ ও পরম্পরা নিজের জীবনের পাথেয় করেই রেখেছেন।
স্যোশাল মিডিয়ায় নানা সময়ে দেখা যায়, খবরের শিরোনামে উঠে আসে তাঁর পরিবার সংক্রান্ত নানা বিষয়। তাঁর মা মমতা শঙ্কর ও সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রেমের সম্পর্ক নিয়ে নানা কথা, নানা গল্পও কম হয় না। এই বিষয়টাকে তাঁদের পরিবার বা তিনি কীভাবে দেখেন? এই প্রশ্নের সোজাসাপটা উত্তর রাতুল শঙ্করের। তিনি বলেন, “আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেখানে আমরা মায়ের পরিবার বাবার পরিবার মিলিয়ে সব পাহাড় প্রমাণ বিখ্যাত মানুষের মাঝে বেড়ে ওঠা। বাইরে তাঁরা মহীরূহ হলেও আমাদের কাছে তাঁরা দাদু-ঠাকুমা, দিদিমা, মা, মামা প্রমুখ। তাই বাইরের কোনও খবর আমাদের সেইভাবে প্রভাবিত করে না। আর আমার কাছে এই বিষয়টা শেখার মতো, যেভাবে ওঁরা দু’জনে বিষয়টাকে ব্যালন্স করেন। একে অপরের প্রতি যে শ্রদ্ধা দেখায়, সেটা অবশ্যই শেখার বিষয়। মিঠুন চক্রবর্তী সুপারস্টার, তবে আমাদের খুব কাছের এক মানুষ। ”
মমতা শঙ্করের কথা উঠতেই আরও একটা বিষয় উঠে এল, মাঝে-মাঝেই মমতা শঙ্করের কোনও মন্তব্য বা বক্তব্য নিয়ে স্যোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়। এই বিষয় রাতুলের বক্তব্য, “মা যে কথাগুলো বলেন, একটু গভীরভাবে ভাবলে সঠিকই বলেন। তবে অনেকেই বুঝতে ভুল করেন। তবে স্যোশাল মিডিয়ায়, অনেকে তাঁকে সমর্থনও করে থাকেন। আমি অবশ্য খুব বেশি স্যোশাল মিডিয়ায় থাকি না। তবে মা কিছু বললেই, মনে হয় এই বুঝি ভাইরাল হয়ে গেল।”
আপাতত রাতুল তাঁর ছবি ‘চেক ইন চেক আউট’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে ইশা সাহার মেন্টরের চরিত্রে রয়েছেন তিনি। কোথাও গিয়ে তিনি মনে করেন, তাঁর পরিবারের পরম্পরার মতো তিনি এই ছবিতেও ইশাকে পরম্পরার কথাই মনে করাচ্ছেন। সব মিলিয়ে এই ছবিটি দর্শকদের ভাললাগার সব এলিমেন্ট রয়েছে।
