বাবা মদ্যপ; মেয়েকে চুমু খেতে গিয়ে মুখ সরায় সে, হতাশায় মদ ছাড়েন মহেশ
Mahesh Bhatt on Alcohol: প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পরিচালক মহেশ ভাট বিয়ে করেন প্রেমিকা সোনি রাজদানকে। সোনি এবং মহেশের দুই কন্যা--শাহিন এবং আলিয়া। এই দুই কন্যাকে বুকে আগলে রেখে বড় করেছেন মহেশ-সোনি। মহেশের তখন ৪০ পেরিয়ে গিয়েছে। সোনি জন্ম দেন শাহিনকে।
মধ্যপানে ডুবে থাকতেন পরিচালক মহেশ ভাট। কেউই পারেনি তাঁরই নেশা ছাড়াতে। কিন্তু এক একরত্তির মধ্যে এত ক্ষমতা ছিল যে, তার সংস্পর্শে এসেই মদ নামক পানীয় থেকে শতহস্ত দূরে যেতে শুরু করেন মদের নেশায় ডুবে থাকা এই পরিচালক। সেই একরত্তি মহেশের কন্যা শাহিন ভাট।
প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর পরিচালক মহেশ ভাট বিয়ে করেন প্রেমিকা সোনি রাজদানকে। সোনি এবং মহেশের দুই কন্যা–শাহিন এবং আলিয়া। এই দুই কন্যাকে বুকে আগলে রেখে বড় করেছেন মহেশ-সোনি। মহেশের তখন ৪০ পেরিয়ে গিয়েছে। সোনি জন্ম দেন শাহিনকে। শাহিন আলিয়ার চেয়ে খানিকটা বড়। হাসপাতালে গিয়ে ছোট্ট মেয়েকে কোলে তুলে নিয়েছিলেন মহেশ। তাঁর মুখ থেকে বের হচ্ছিল মদের কড়া দুর্গন্ধ। সেই সদ্যজাত একফোঁটা মেয়ে শাহিন কিছুতেই সহ্য করতে পারেনি মদের গন্ধ। মহেশের থেকে সটান ফিরিয়ে নিয়েছিল মুখ।
কন্যাকে কোলে নেওয়ার পর সে মুখ ফিরিয়ে নেয়। এমনটা কিছুতেই সহ্য করতে পারেননি মহেশ। ‘মেয়ে কি তাহলে আমাকে গ্রহণ করবে না’, এই ভয়ে মদ থেকে শতহস্ত দূরে যেতে শুরু করেছিলেন পরিচালক। হঠাৎ মদ ছেড়ে দেওয়ার কারণে শরীরে নানা রকম প্রতিক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল তাঁর। সারাক্ষণ অস্থির-অস্থির ভাব ছিল। কিন্তু তিনি কিছুতেই মদের গেলাসে চুমুক দেননি। কেবলমাত্র শাহিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। হলও তাই। বাবা মদ ছেড়ে দিয়েছে, তাঁর শরীর এবং মুখ থেকে দুর্গন্ধ আসছে না, শাহিনও খুশি হয়েছিলেন সেই ছোটবেলাতেই। বাবার সঙ্গে দারুণভাব তৈরি হয় তাঁর। এই ঘটনা একাধিক জায়গায় শেয়ার করেন মহেশ।