অরুণাকে ছবি থেকে জোর করে বাদ দিলেন রেখা, তারপর?

এ কথা ঠিক, বলিউডের ছবির প্রধান মুখ হয়ে খুব বেশি কাজ করেননি অরুণা। যদিও বহু ছবি করেছেন তিনি। যেসব চরিত্র করেছেন, তাতে নজর কেড়েছেন। কিন্তু বলিউডে নায়িকারের মধ্যে একে-অন্যকে বাদ দিয়ে দেওয়ার যে খেলা চলত, সেই চিত্রটা সামনে এসেছে অরুণার এমন স্বীকারোক্তিতে।

অরুণাকে ছবি থেকে জোর করে বাদ দিলেন রেখা, তারপর?

| Edited By: Bhaswati Ghosh

Jun 18, 2025 | 8:05 AM

অরুণা ইরানি বলিউডের নামী নাম। কাজ শুরু করেছিলেন যখন, তখন তাঁর প্রতিভা মোটেই কম ছিল না। তবে রেখা নিজে নিরাপত্তাহীনতায় ভুগে অরুণাকে ছবি থেকে বের করে দিয়েছিলেন, এমন দাবি করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। সেই সময়ে নিজে ভালো চরিত্র পাওয়ার জন্য অন্য়ের রোলে কাঁচি চালিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়।

অরুণার কথায়, ”প্রযোজকদের জন্য একটা ছবি শেষ হতে ছ’ বছর সময় লেগে গিয়েছিল। আমার খুব ভালো চরিত্র ছিল। একদম প্রধান চরিত্র ছিল। এমন চরিত্র করার জন্য যে কোনও নায়িকাই অপেক্ষা করে থাকেন। কিন্তু আমার চরিত্রটা কমিয়ে দেওয়া হয়েছিল কিছু মানুষের কথায়। অরুণার চরিত্রটা বেশ ভালো, তাই ওটা রাখতে দেওয়া যাবে না, এমনটা ভেবেছিলেন রেখাজি। বলেছিলেন, ‘না, ওটা রাখতে দেওয়া যাবে না’। এই চরিত্র রাখলে রেখাকে ছবিতে ভ্যাম্পায়ার মনে হতো, এমনই ধারণা অরুণার। সেই কারণে হয়তো এমন নোংরা রাজনীতি করে অরুণাকে বাদ দিতে পারেন তিনি, তা মনে করছেন বলিউডের কিছু সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা।

এ কথা ঠিক, বলিউডের ছবির প্রধান মুখ হয়ে খুব বেশি কাজ করেননি অরুণা। যদিও বহু ছবি করেছেন তিনি। যেসব চরিত্র করেছেন, তাতে নজর কেড়েছেন। কিন্তু বলিউডে নায়িকারের মধ্যে একে-অন্যকে বাদ দিয়ে দেওয়ার যে খেলা চলত, সেই চিত্রটা সামনে এসেছে অরুণার এমন স্বীকারোক্তিতে। রেখা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে কোনও বিবৃতি দেননি। শুধু রেখা-অরুণার ঠান্ডা লড়াই নয়, বলিউডে রেখার সঙ্গে আরও কিছু নায়িকার তীব্র লড়াই নিয়ে চর্চা চলে আজও।