AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঙ্গনার ঘরে একশো ফুলের তোড়া, দেখে রেখা যা মন্তব্য করলেন

সময় বদলের সঙ্গে ভক্তদের ভালোবাসা জানানোর উপায় বদলেছে। বেশিরভাগ দর্শক স্যোশাল মিডিয়ার ফলো করার মাধ্যমেই নিজের ভাললাগার কথা জানান দেন। আবার কিছু মানুষ আছে যারা পুরনো পন্থী, আজও যারা চিঠি লিখে ফুল পাঠিয়ে পছন্দের তারকাদের খুশি করার প্রয়াস করে। ভক্তদের ভালবাসা জানানোর পন্থার বদল হলেও চেষ্টা বদলায়নি।

কঙ্গনার ঘরে একশো ফুলের তোড়া, দেখে রেখা যা মন্তব্য করলেন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 4:55 PM

বলিউডের তারকাদের এক ঝলক পাওয়ার জন্য ভক্তদের নানা ধরনের কাণ্ড কারখানা করতে দেখা যায়। কোনও তারকার বাড়ির সামনে লম্বা লাইন থাকে, তো কারও জন্যে রক্ত দিয়ে চিঠি লেখা, নানা ধরনের গল্প উঠে আসে। তবে এখন সময় বদলেছে, স্যোশাল মিডিয়ার যুগে অনলাইন তারকাদের ফলো করা থেকে শুরু করে তাঁদের নিয়ে রিল বানানো হোক বা কমেন্টে গিয়ে নানা ধরনের মন্তব্য করা, অথবা তারকাদের ব্যক্তিগত জীবনের একটু ঝলক দেখতে স্যোশাল মিডিয়ায় উঁকি দেওয়া, সবটাই চলে অনলাইনে।

তবে একটি পডকাস্টে এসে কঙ্গনা রানাওয়াত জানালেন তাঁর এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। তখন তাঁর ছবি ‘তন্নু ওয়েডস মন্নু’ ছবি সবে সাফল্য পেয়েছে। সেই সময়ই কঙ্গনার জন্মদিনে তাঁর বাড়িতে আসেন অভিনেত্রী রেখা। (প্রসঙ্গত, রেখা কঙ্গনাকে খুব স্নেহ করেন। নিজের মেয়ে হিসেবেই দেখেন, বহুবার বভিন্ন অনুষ্ঠানে সেই কথা প্রকাশ করেন)।  এসেই ঘরে দেখেন ফুলের তোড়া থরে থরে সাজানো। রেখা তখন কঙ্গনাকে জিজ্ঞেস করেন, “মাত্র এই ক’টা ফুলের তোড়া এসেছে? আমার সময় তো বাড়ি ভরে যেত ফুলের তোড়ায়, তুমি একজন জাতীয় স্তরের অভিনেত্রী, সারা দেশ থেকে মাত্র একশোর মতো ফুল? আরও বেশি আসা উচিত”। এই কথার খেই ধরেই কঙ্গনা বলেন, “আমার জন্মদিনে একশোটার উপর ফুল এসেছে। আর কত আসবে? আগেকার দিনের কথাই ছিল আলাদা। তখন রক্ত দিয়ে চিঠি লেখা, রাত জেগে বাড়ির সামনে অপেক্ষা করা, উপহার পাঠানোটা স্বাভাবিক ছিল! এখন সময় বদলেছে, ওই সময় আর নেই। ”

আসলে সময় বদলের সঙ্গে ভক্তদের ভালবাসা জানানোর উপায় বদলেছে। বেশিরভাগ দর্শক স্যোশাল মিডিয়ার ফলো করার মাধ্যমেই নিজের ভাললাগার কথা জানান দেন। আবার কিছু মানুষ আছে যারা পুরনো পন্থী, আজও যারা চিঠি লিখে ফুল পাঠিয়ে পছন্দের তারকাদের খুশি করার প্রয়াস করে। ভক্তদের ভালোবাসা জানানোর পন্থার বদল হলেও চেষ্টা বদলায়নি।