
রিয়া চক্রবর্তীকে আলোচনার শেষ নেই। সময় যতই এগিয়ে যাক না কেন, ২০২০ সালের ১৪ জুনের পর থেকে রিয়ার জীবনে দেখা গিয়েছে আমূল পরিবর্তন। বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক ঝড় সামাল দিতে হয়েছে তাঁকে। শুনতে হয়েছে নানা কথাও। এমনকি মাদক কাণ্ডে করতে হয়েছে হাজতবাস। তিন বছর পর নিজের বিচ্ছন্ন জীবন যখন অবশেষে সাজাতে শুরু করেছেন রিয়া, ঠিক তখনই তাঁকে নিয়ে হঠাৎই এক মন্তব্য! যে মন্তব্যে তীব্র প্রতিবাদ করলেন রিয়া।
আমির খানের মেয়ের বিয়েতে একমাত্র ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে হাজির হয়েছিলেন রিয়া। সেখানেই হঠাৎ করে এক পাপারাৎজি রিয়ার ভাইকে তাঁর বয়ফ্রেন্ড ভেবে ভুল করে বসেন। তাঁদেরকে জুটি হিসেবে দাগিয়ে দিতেই রেগে যান রিয়া। গম্ভীর হয়ে বলেন, “আপনাদের জন্যই এই সব গুজব রটে জানেন তো। যা হোক, কিছু একটা বলে দেন আপনারা। আর সবাই সেটাই বিশ্বাস করে নিতে থাকে।”
শুধু রিয়াই নয়, মাদক কাণ্ডে সৌভিককেও গ্রেফতার করা হয়েছিল। বেশ কিছু দিন হাজতবাসও করেন তিনি। যদিও তা অতীত। বলিউডে আবারও নিজের জায়গা পাকা করতে মরিয়া হয়ে উঠেছেন রিয়া। তবে সূত্র জানাচ্ছে, সে ভাবে ছবিতে কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না। রিয়ার উপর সাধারণের রাগ এখনও কমেনি। তাই তাঁকে সুযোগ দিয়ে ‘নিজের পায়ে কুড়ুল’ মারার সাহস এখনও দেখাতে পারছেন না প্রযোজক ও পরিচালকেরা। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর রিয়ার নাম জড়ায় আর এক পুরুষের সঙ্গে। শোনা যায়, বান্টি সাজদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছেন তিনি। কেট ও বলিউড এই দুইয়ের সঙ্গেই রয়েছে বান্টির নিবিড় যোগ। সলমন খানের ঘনিষ্ঠ তিনি, এক প্রকার আত্মীয়ও বলা যায়। বান্টি হলেন সীমা সাজদেহর ভাই। সীমা সাজদেহ হলেন সলমনের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী। এ ছাড়াও কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি। যদিও রিয়া বা বান্টি কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি।