কিছুদিন আগে মাকে হারিয়েছেন টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress) ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। মা ছাড়া পৃথিবীটা মেনে নেওয়া তো নেহাত সহজ নয়। ঋদ্ধিমাও ব্যতিক্রম নন। মা যে নেই, এটা এখনও মেনে নিতে পারছেন না তিনি। তবুও সোশ্যাল ওয়ালে মায়ের ছবি শেয়ার করেছেন। শেয়ার করেছেন নিজের মনের কথাও।
ঋদ্ধিমা লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। তুমি অনেক তাড়াতাড়ি চলে গেলে মা! প্রতিটি শ্বাসে তোমাকে মিস করি। আমি জানি না কীভাবে তোমাকে ছাড়া আমার বা আমাদের জীবন চলবে। কিন্তু আমি প্রমিস করছি, তোমাকে গর্বিত করব। আর তুমি আমার মধ্যে বেঁচে থাকবে।’
মায়ের সব স্বপ্ন পূরণ করার প্রতিজ্ঞা করেছেন অভিনেত্রী। একই সঙ্গে তাঁর উপলব্ধি, মায়ের মতো তাঁকে আর কেউ কখনও ভালবাসবে না! মাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছে ঋদ্ধিমার।
আসলে কঠিন বাস্তব মেনে নেওয়া ছাড়া কোনও উপায় কারও থাকে না। মা নেই, এটা মেনে নিতে কষ্ট হলেও অভিনেত্রীকে মেনে নিতে হবে। তাঁর উপরে তো এখন অনেক দায়িত্ব। মাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখার দায়িত্ব। ঋদ্ধিমার পোস্টে কমেন্ট করেছেন রাফিয়াদ রশিদ মিথিলা, অনিন্দিতা বসুর মতো শিল্পীরা। সকলেই এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন, করোনা আক্রান্তদের জন্য সোনুর ভাবনাকে কুর্নিশ প্রিয়াঙ্কার