Basabdutta Chatterjee: মা হচ্ছেন নায়িকা বাসবদত্তা, জন্মদিনে দিলেন খুশির খবর

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 07, 2022 | 7:08 PM

Basabdutta Chatterjee: ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়েই শুরু বাসবদত্তা অভিনয় জীবন

Basabdutta Chatterjee: মা হচ্ছেন নায়িকা বাসবদত্তা, জন্মদিনে দিলেন খুশির খবর
এই জন্মদিনে বাসবদত্তা পেলেন জীবনের সবথেকে বড় উপহার

Follow Us

আজ জন্মদিন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের (Basabdatta chattopadhyay)। সময়টা ভালই যাচ্ছে ঋতুপর্ণ ঘোষের নায়িকার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘অভিযান’। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি সৌমিত্র চট্টোপাধায়ের জীবনকাহিনির উপর তৈরি। যেখানে বাসবদত্তাকে পাওয়া গিয়েছে সৌমিত্রবাবু স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের ভূমিকায়। ছবিতে যীশু সেনগুপ্ত করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয়। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়েই বাসবদত্তা, মিমি চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রাশীষ রায়-রা নিজেদের অভিনয় জীবন শুরু করেন। বাসবদত্তা মেগা ধারাবাহিকে জনপ্রিয় মুখ ছিলেন। সেখান থেকে আদিত্য বিক্রম সেনগুপ্ত তাঁকে সিনেমাতে প্রথম ব্রেক দেন। ২০১৪ সালে ‘আসা যাওয়ার মাঝে’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন তিনি।

প্রথম ছবির পর আবার ফিরে যান ছোট পর্দায়। আবার তিনি ফিরে আসেন ২০১৯ সালে ‘উইকেন্ডে সুর্যোদয়’ ছবি দিয়ে। এরপর তিনি নিয়মিত অন্যধারার ছবিতে অভিনয় করছেন। কোয়েল মল্লিক অভিনীত ‘রক্ত রহস্য’ ছবিতে তাঁকে পাওয়া যায় নেগেটিভ চরিত্রেও। অভিজিৎ গুহ-সুদেষ্ণা রায় পরিচালিত ছবি ‘শ্রাবণের ধারা’-তে তাঁর অভিনয় প্রশংশিত হয়।

তবে এবার ব্যস্ত নায়িকা একটু ছুটি নিতে চলেছেন। গত দু’বছর কোভিড পরিস্থিতির কারণে জন্মদিন পালন করেননি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হলেও, এবারও খুব ধুমধাম করে জন্মদিন পালন করতে পারছেন না। মায়ের হাতের রান্না খেয়েই করছেন জন্মদিন। তবে সামনের বছর খুব ধুমধাম করে তিনি জন্মদিন পালন করবেন, জানিয়ে রাখলেন অভিনেত্রী। কারণ আগামী বছর তাঁর জীবনের সবথেকে বড় উপহার, তাঁর সঙ্গে থাকবে। এই বছর তিনি রয়েছেন তাঁর ভিতরে। হ্যাঁ, মা হতে চলেছেন বাসবদত্তা। জন্মদিনে এর থেকে বড় উপহার কিছু হতে পারে না একজন নারীর জীবনে, মনে করেন তিনি।

মা হবেন। তাই নিচ্ছেন ছুটি। তবে ছুটিতে যাওয়ার আগে দেবদূত ঘোষের ‘আদর’ আর জয়দীপ মুখোপাধ্যায়ের ‘আকাশ অংশত মেঘলা’ ছবির কাজ শেষ করেছেন। এবার নিজের সন্তান আসার অপেক্ষা। তবে এবারের জন্মদিনও একেবারে নিরামিষ নয়, রাতে কেক কেটে, আর মায়ের হাতের চিকেন কারি আর ভাত দিয়ে ডিনার সারবেন। সামনের বছর সন্তানকে নিয়ে তিন বছরে জন্মদিনের আনন্দ উপভোগ করবেন।

 

 

 

Next Article