‘জীবন খুবই অনিশ্চিত’, কেন মন খারাপ ঋতুপর্ণার?

গত মার্চে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। এখন তিনি সুস্থ। ভাল আছেন। কিন্তু পৃথিবী এখনও সুস্থ নয়।

‘জীবন খুবই অনিশ্চিত’, কেন মন খারাপ ঋতুপর্ণার?
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 7:33 PM

জীবন অনিশ্চিত। না! এ কোনও নতুন কথা নয়। বহু পুরনো, সকলেরই জানা এ কথা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী (Actress) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

গত মার্চে করোনা (covid 19) আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। এখন তিনি সুস্থ। ভাল আছেন। কিন্তু পৃথিবী এখনও সুস্থ নয়। প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি বিশ্ব, সে সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহলের বড় অংশ। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে জীবন সম্পর্কে এই আত্মোপলব্ধির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

ঋতুপর্ণা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। এটা আসলে প্রতিদিনের লড়াই। সমুদ্রের মতো। কত ঢেউ পেরিয়ে যেতে হয়। কত বাধার মুখোমুখি হতে হয়। তবুও আমরা আশা ছাড়তে পারি না। আমাদের ভালবেসে যেতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা করোনা আক্রান্ত সকলের জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আমাদের পৃথিবীকে রক্ষা করো।’

আরও পড়ুন, রাজনৈতিক জমায়েত বন্ধ করে ‘আত্মনির্ভর’ হতে বললেন দেব!

টলিউডে একের পর এক শিল্পী করোনা আক্রান্ত হচ্ছেন। জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চৈতি ঘোষাল, কৌশিক সেন, রেশমি সেন- তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে। এর মধ্যে শুটিংয়েরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সর্বত্রই আতঙ্কের পরিবেশ। অনুরাগীদের জন্য সোশ্যাল ওয়ালেই তাই একমুঠো ভালবাসা পাঠালেন ঋতুপর্ণা।