‘সোশ্যাল মিডিয়া স্পৃহা নষ্ট করে দিচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের’, ঋতুপর্ণা

''সোশ্যাল মিডিয়া, যোগ্য বা অযোগ্য জানি না, সবাইকে এত বেশি করে জায়গাটা দিয়ে দিচ্ছে যে স্পৃহা নষ্ট হয়ে যাচ্ছে। ওই স্পৃহার উপর কাজ করতে হয় সারা জীবন। আমরা যখন কাজ করতে শুরু করি, একটা ছবির পোস্টার বের হলে খুব খুশি হতাম। তারপর মনে হতো, পরের ছবিতে আরও ভালো করে কাজ করতে হবে। একটা ভালো রিভিউ পেতে হবে। এখন সব কিছু এত বেশি করে পাওয়া যায় যে, স্পৃহাটা নষ্ট হয়ে যায়।''

সোশ্যাল মিডিয়া স্পৃহা নষ্ট করে দিচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের, ঋতুপর্ণা

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 19, 2025 | 1:23 PM

৩০ বছর ধরে বাংলা ছবিতে কাজ করছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০২৪-২০২৫ সালের দিকে তাকালেই দেখা যাবে গত বছর তাঁর ‘অযোগ্য’ হিট। এই বছর ‘পুরাতন’ হিট। এবার শুধু নায়িকা হিসাবে নয়, প্রযোজক হিসাবেও সফল ঋতুপর্ণা। এত বছর সেরা হয়ে থাকার পর, নতুন প্রজন্মের নায়িকাদের কী বলতে চান ঋতুুপর্ণা? এই প্রশ্নের উত্তরে TV9 বাংলাকে অভিনেত্রী বলেন, ”আমি এত বছর দুটো জিনিস শিখেছি। ধৈর্য আর পজিটিভিটি খুব দরকার। পড়তেই হবে। ভাঙতেই হবে। আবার উঠে দাঁড়াতে হবে। শর্ট টার্ম লাভের জন্য ভেবে, শর্টকাট নিলে সেই প্রসেস লংটার্মের জন্য ভালো নাও হতে পারে। অনেকে বলেন আমি খুব বুদ্ধি করে, স্ট্রাটেজি করে কাজ করতে পারিনি। আমি আবেগের উপর ভিত্তি করেই কাজ সাজিয়েছি। অতটা ক্যালকুলেটিভ নই। কিন্তু আমার ভিতরে কাজের যে স্পৃহা, সেটা নষ্ট হতে দিইনি। ওটা নষ্ট হলে ভালো কাজ করার অদম্য ইচ্ছাটা চলে যায়।” এরপর ঋতুপর্ণা যোগ করেন, ”সোশ্যাল মিডিয়া, যোগ্য বা অযোগ্য জানি না, সবাইকে এত বেশি করে জায়গাটা দিয়ে দিচ্ছে যে স্পৃহা নষ্ট হয়ে যাচ্ছে। ওই স্পৃহার উপর কাজ করতে হয় সারা জীবন। আমরা যখন কাজ করতে শুরু করি, একটা ছবির পোস্টার বের হলে খুব খুশি হতাম। তারপর মনে হতো, পরের ছবিতে আরও ভালো করে কাজ করতে হবে। একটা ভালো রিভিউ পেতে হবে। এখন সব কিছু এত বেশি করে পাওয়া যায় যে, স্পৃহাটা নষ্ট হয়ে যায়।”