
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে ছবির ইতিহাস। বহু বক্স অফিস সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু যাঁরা নিয়মিত টেলিভিশনের (TV) দর্শক, তাঁরা তো মিস করেন নায়িকাকে। এবার মিলবে সমাধান। কারণ ঋতুপর্ণাকেই আপনি দেখতে পাবেন ছোট পর্দাতেও।
অনেকদিন পরে টেলিভিশনে ফিরছেন ঋতুপর্ণা। ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর মঞ্চে দেখা যাবে ঋতুপর্ণার বিশেষ পারফরম্যান্স। এই শো-এর বিচারকের আসনে রয়েছেন দেব, মনামী এবং অঙ্কুশ। তিন তারকার সঙ্গে মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি এই রিয়ালিটি শোয়ের অন্যতম আকর্ষণ। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সেটে দীর্ঘদিন বাদে দেখা হল মিঠুন এবং ঋতুপর্ণার। স্বাভাবিক ভাবেই আপ্লুত ঋতুপর্ণা।
‘ভাগ্য দেবতা’, ‘রহমত আলি’-র মতো বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন মিঠুন এবং ঋতুপর্ণা। দীর্ঘদিন পরে এই জুটিকে ফের টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শক। ফ্লোরাল লেহেঙ্গা এবং ম্যাচিং জুয়েলারিতে গ্ল্যামারাস লাগছিল ঋতুপর্ণাকে। টিআরপি-র দিক থেকেও প্রায় শীর্ষে থাকা এই শো-এ পারফর্ম করে খুশি নায়িকা।
আরও পড়ুন, ‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ সানন্দা এবং মিনু
অভিনয়ের পাশাপাশি নাচ ঋতুপর্ণার অন্যতম ভালবাসা। অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ছবিতে তাঁর নাচের পারফরম্যান্স দেখেছেন দর্শক। এ ছাড়াও মঞ্চে তাঁর পারফরম্যান্স দর্শককে মুগ্ধ করেছে। করোনার আগে বহু শো করতেন তিনি। কিন্তু এখন স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সে সব অনেকটাই নিয়ন্ত্রিত। লকডাউনের দীর্ঘ সময় সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। কলকাতায় ফিরে নতুন ছবির কাজ কিছুটা এগিয়ে দিয়ে ফের সিঙ্গাপুর পাড়ি দিয়েছেন তিনি।