‘ভয় ধরানোর মতো পরিস্থিতি…’, বাংলা ছবি নিয়ে সোজাসাপ্টা ঋত্বিক

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Jan 17, 2025 | 7:36 PM

Ritwick Chakraborty: আর বাংলা ছবির ভবিষ্যৎ! যেখানে দাঁড়িয়ে বাংলা ছবির কী হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই কালে, সেখানে দাঁড়িয়ে আজ তো আচ্ছেদিন। বিষয়টা শুনে স্বস্তির হাসি অভিনেতার ঠোঁটে।

ভয় ধরানোর মতো পরিস্থিতি..., বাংলা ছবি নিয়ে সোজাসাপ্টা ঋত্বিক

Follow Us

ভাস্বতী ঘোষ 

‘অপরিচিত’, ‘ভাগ্যলক্ষ্মী’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। যেখানে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে গত কয়েকমাস আগেও প্রশ্ন উঠছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। সদ্য সন্তান দর্শক মনে জায়গা করে নিয়েছে। এবার পর পর তিন ছবিতে বাজি মাত করতে চলেছেন তিনি। তবে যে অভিনেতা বাছাই করে ছবি করতে পছন্দ করেন, তিনি কি সত্যি মন থেকে এত ছবির একসঙ্গে মুক্তি মেনে নিতে পারছেন? TV9 বাংলার প্রশ্নের মুখে অভিনেতা।

ঋত্বিক বললেন, “ছবি মুক্তির বিষয়টার মধ্যে আমি কোনওদিন থাকিনি। থাকার কোনও কারণও ঘটেনি, প্রয়োজনও হয়নি। সেটা নিয়ে যাঁদের ভাবার কথা, যাঁদের সিদ্ধান্ত নেওয়ার কথা, তাঁরাই নিয়ে থাকেন। আদর্শগত দিক থেকে আরেকটু কম কাজ করতে পারলেন ভাল হতো। আমরা অতোটা বিলাসিতার সুযোগ পাই না হয়তো। যে কারণে আমাদের এত কাজ করতে হয়।”

আর বাংলা ছবির ভবিষ্যৎ! যেখানে দাঁড়িয়ে বাংলা ছবির কী হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই কালে, সেখানে দাঁড়িয়ে আজ তো আচ্ছেদিন। বিষয়টা শুনে স্বস্তির হাসি অভিনেতার ঠোঁটে। বললেন, “দর্শক বাংলা ছবি দেখছেন। প্রত্যেকবার অন্য ছবির ক্ষতি চেয়ে নাই বা নিজের উন্নতি চাইলাম। কিন্তু বাংলা ছবি দেখাটা জরুরী। সত্যি আমাদের মনে হচ্ছি মানুষ হয়তো আর ছবি দেখবেন না। তবে এখন অনেক রকমের ছবি দেখছেন। নানা রকমের ছবি চলছে। বিষয়টা আশা জাগায়। ভয় ধরানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।”

Next Article