ঋত্বিককে ছবি ফ্লপের খোঁচা, কী উত্তর দিলেন নায়ক?

সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, '''নায়ক' একটা সিনেমার নাম যেটায় উত্তমকুমার অ্যাক্টিং করেছিলেন। আবার 'মহানায়ক উত্তমকুমার' একটা মেট্রো স্টেশন! এদিকে 'মহানায়ক' একটা প্রাইজ, যেটা বোধহয় সিনেমা সংক্রান্ত আর 'অতি উত্তম' নামের সিনেমা সিরিয়াল দুটোই আছে।

ঋত্বিককে ছবি ফ্লপের খোঁচা, কী উত্তর দিলেন নায়ক?

| Edited By: Bhaswati Ghosh

Jul 31, 2025 | 3:29 PM

সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, ”’নায়ক’ একটা সিনেমার নাম যেটায় উত্তমকুমার অ্যাক্টিং করেছিলেন। আবার ‘মহানায়ক উত্তমকুমার’ একটা মেট্রো স্টেশন! এদিকে ‘মহানায়ক’ একটা প্রাইজ, যেটা বোধহয় সিনেমা সংক্রান্ত আর ‘অতি উত্তম’ নামের সিনেমা সিরিয়াল দুটোই আছে। আবার দেখো উত্তম নামে নারকেল আর সরষের তেলের সঙ্গে উত্তম কুমারের যেমন সম্পর্ক নেই, তেমনই “উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে” ছিল প্রবাদ। সেটাই “অচলপত্র”-এ দীপ্তেন্দ্র সান্যাল ‘যিনি সৌমিত্র তিনি চলেন তফাতে’ যোগ করেছিলেন… তারপর ধর উত্তম-মাধ্যম নামে খবরের কাগজে ফিচার লিখেছেন চন্দ্রিল…লোকটা আরও বলছিল তবে আমার মাথা গুলিয়ে গেছে ততক্ষণে এর বেশি আমি আর শুনিনি।”

ঋত্বিকের এই পোস্ট দেখা মাত্র একজন সোশ্যাল মিডিয়াতেই অভিনেতাকে ফ্লপের খোঁচা দিলেন। তিনি লিখেছেন, ”কত সুন্দর লেখেন। শুধু বক্স অফিসে যখন ফিল্ম রিলিজ হয়, তখন সেই রেজাল্টটা চোখে পড়ে না। বাকি সব ঠিক আছে।” ঋত্বিক এড়িয়ে যাননি এই মন্তব্য। তিনি উত্তরে লিখেছেন, ”আপনি বক্স অফিসে কাজ করেন? পুরো হিসাব রাখেন মনে হচ্ছে। এসব তো প্রোডিউসার-ডিসট্রিবিউটরদের কাজ। আমি ঠিক জানি না। তবে আমায় ওরা কেন রিপিট করেন, সেটা ওরা বলতে পারবেন। আর আপনার সিলেবাসে মনে হয় এই উত্তরটা নেই। বাকি সব ঠিক আছে।”

সোশ্যাল মিডিয়াতে ঋত্বিক প্রায়শই এমন পোস্ট করেন। তাঁর মনের ভাবনার সঙ্গে একমত হন কিছু মানুষ। ঋত্বিক নিয়মিত যেসব পোস্ট করছেন, তার মধ্যে কিছু পোস্ট নিয়ে টলিপাড়াতেও জোর চর্চা হচ্ছে।