
টলিপাড়ায় কয়েক দিন ধরে ঘুরছে ‘আনন্দী’ ধারাবাহিকের নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়ের একটা ভিডিয়ো। যেখানে নগ্ন অবস্থায় যৌনকর্মে লিপ্ত হতে দেখা যাচ্ছে তাঁকে। এই ভিডিয়ো টলিপাড়ার মধ্যে একে-অন্যকে পাঠাচ্ছেন। এআই নির্মিত কি এই ভিডিয়ো, নাকি সত্যি এমন কিছু করেছিলেন ঋত্বিক, তারপর কেউ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই ভিডিয়ো জনসমক্ষে এনেছেন, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।
অবশেষে মুখ খুললেন ‘আনন্দী’ ধারাবাহিকের নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়। তিনি বললেন, ”ভিডিয়োটা সম্পর্ক জানার পর প্রথমে গুরুত্ব দিইনি। আমি ধারাবাহিকের শুটিং নিয়ে রোজ ব্যস্ত থাকি, আপনারা সকলেই জানেন। তারপর বন্ধুবান্ধবরা এই বিষয়টা নিয়ে কথা বলার পর সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করি। ওঁরা খুব দ্রুত ব্যবস্থা নেবে। আমার পরিচিতরা দেখে বলেছেন, ভিডিয়োটায় যে আছে, তাকে একেবারেই আমার মতো লাগেনি। আমি ওরকম পর্যায়ের দেখতে নই। ক্ষমা করবেন, এই কথাটা অনুচিত হলেও বললাম। এটা সম্পূর্ণ ফেক। আমাকে ভীষণভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন সেটা অবশ্য দ্রুত খুঁজে বের করা হবে।”
ঋত্বিক কি পুলিশে অভিযোগ জানিয়েছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা খোলসা করেন, সাইবার সেলের নির্দেশ মেনে তিনি যা করণীয় তাই করবেন। পরিবারের মানুষ তাঁর পাশে আছেন কিনা, এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানা, পরিবারের মানুষরা তাঁর পাশে আছেন। ভিডিয়োতে যে বাড়ি দেখা যাচ্ছে, তার সঙ্গেও নিজের বাড়ির কোনও মিল পাচ্ছেন না নায়ক। এই ভিডিয়ো দেখে দর্শকরা যদি সত্যি মনে করেন, সেক্ষেত্রে তাঁর কিছু করার নেই, এটাই মনে করছেন অভিনেতা।