AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন মা অমৃতা, সেই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার বাবা আনমোলের

গত বছর নভেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী অমৃতা রাও। কোলে এসেছে পুত্রসন্তান বীর।

সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন মা অমৃতা, সেই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার বাবা আনমোলের
আনমোলের সঙ্গে অমৃতা।
| Updated on: Mar 23, 2021 | 7:50 PM
Share

যেন স্বর্গীয় দৃশ্য। ছেলে বীরকে স্তন্যপান করাচ্ছেন মা অমৃতা। সেই ছবিই শেয়ার করলেন অমৃতার স্বামী আরজে আনমোল। আদর উপচে পড়ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে।

পেছন ফিরে বসে আছেন অমৃতা। কোলে ছোট্ট বীর। ছবি শেয়ার করে আনমোল লিখেছেন, “অমৃতা বীরকে ফিড করাচ্ছে। এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় আর নেই। যেন এক আবেশ মাখা অনুভূতি। যেন ম্যাজিকাল।” আনমোলের মতে , একজন মায়ের কাছে এর থেকে কঠিন কাজ বোধহয় সত্যিই নেই। সারা দিন, রাত জেগে, মুখে মিষ্টি হাসি ধরে রেখে অমৃতা কী করে এই কাজ করে যায়, তা দেখেই তাজ্জব তিনি।

তাঁর কথায়, “আমি তোমায় কুর্নিশ জানাই অমৃতা। শুধু তুমি নয়, এই পৃথিবীর সব মা’কেই কুর্নিশ জানাই আমি। মাতৃদিবসের জন্য অপেক্ষা কেন?” শুধু আনমোলই নয় মা এবং বীরের বন্ডিংয়ে মুগ্ধ নেটিজেনরাও। তবে বীরে জন্য শুধু যে অমৃতাই কর্তব্য পালন করছেন এমনটা নয়। বাচ্চাকে স্নান করানো থেকে শুরু করে অয়েল ম্যাসাজ– সবই করছেন বাবা আনমোলও।

গত বছর নভেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী অমৃতা রাও। কোলে এসেছে পুত্রসন্তান বীর।

View this post on Instagram

A post shared by RJ Anmol ?? (@rjanmol27)

View this post on Instagram

A post shared by RJ Anmol ?? (@rjanmol27)