১৭টা ছবি বানিয়ে কোনও পুরস্কার নেই, হতাশ পরিচালক রোহিত শেট্টি!

বছরের পর বছর ধরে বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি, ‘সিংহম’ সহ নানা ছবির মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন। তবে এখনও পর্যন্ত পরিচালক হিসেবে তিনি একটিও পুরস্কার পাননি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রোহিত নিজেকে নিয়ে মজার ছলে আত্মসমালোচনা করে বলেন, পুরস্কারের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।

১৭টা ছবি বানিয়ে কোনও পুরস্কার নেই, হতাশ পরিচালক রোহিত শেট্টি!

| Edited By: Bhaswati Ghosh

Jan 08, 2026 | 12:11 PM

বছরের পর বছর ধরে বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি, ‘সিংহম’ সহ নানা ছবির মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন। তবে এখনও পর্যন্ত পরিচালক হিসেবে তিনি একটিও পুরস্কার পাননি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রোহিত নিজেকে নিয়ে মজার ছলে আত্মসমালোচনা করে বলেন, পুরস্কারের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক দিল রাজু, পরিচালক আনন্দ এল. রাই, লক্ষ্মী মাঞ্চু, মনোজ তিওয়ারি ও খুশবু, প্রমুখ। রোহিত বলেন, “আমার আর পুরস্কারের মধ্যে দূর-দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই। ১৭টা ছবি হয়ে গিয়েছে, শুধু হোস্টিং করার জন্যই সেখানে যাই।”

রোহিত উত্তর–দক্ষিণ বিতর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, “যদি কেউ এই প্রশ্ন না তোলে, তা হলে সবাই শুধু সিনেমাকেই উদ্‌যাপন করবে। সিনেমার শুরু থেকেই ওখানকার প্রোডাকশন হাউস এখানে ছবি বানাচ্ছে, ওখানকার পরিচালকরা এখানে কাজ করছেন, আবার এখানকার ছবিও দক্ষিণে তৈরি হয়েছে। কেবল তখনই একটু বিতর্ক তৈরি হয়, যখন কেউ অফিসিয়াল রিমেক বানায়। ১৯৫০-এর দশক থেকেই এসব হয়ে আসছে। আমার মনে হয়, আমাদের সবারই সিনেমাকে উদ্‌যাপন করা উচিত।”

তিনি আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবী হাতের মুঠোয় আসছে, এখন সবাই সবাইকে চেনেন। তা হলে আমরা সবাই একসঙ্গে কিছু কেন তৈরি করছি না, যাতে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাই, তখন কেউ জিজ্ঞেস না করে—কে কোন রাজ্যের? তারা শুধু জানবে, তিনি একজন ভারতীয় অভিনেতা, পরিচালক বা প্রযোজক।”

২০২৪ সালে রোহিত পরিচালনা করেন ‘সিংহম এগেইন’, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগণ, রণবীর সিং, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর ও দীপিকা পাড়ুকোন। ছবিটি বক্স অফিসে মাঝারি সাফল্য পায় এবং বিশ্বব্যাপী ৩৭২.৪ কোটি আয় করে।