এই মুহূর্তে জিতু কামাল ও নবনীতা দাসের বিচ্ছেদের খবরে তোলপাড় সমাজমাধ্যম। তাঁদের বিচ্ছেদ হচ্ছে না কি হচ্ছে না, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরই মধ্যে আরও এক বিচ্ছেদের খবর সামনে এসেছে। পরিচালক-প্রযোজক ফারুক কবীরের সঙ্গে বিয়ে ভাঙছে অভিনেত্রী রুকসার রহমানের। ২০১০ সালে বিয়ে করেছিলেন এই জুটি। সূত্রের কথায়, “বিগত বেশ কিছু মাস ধরেই দু’জনের সম্পর্ক ভাল নেই। অনেক আলোচনার পরেও কিছুতেই তা ঠিক হয়নি। এখন তাঁদের সমস্যায় পরিবারও জড়িত যা মোড় নিচ্ছে বিচ্ছেদের দিকে।” কিন্তু কেন ভাঙছে এই বিয়ে? জানা গিয়েছে, অবিশ্বাসই নাকি এর প্রধান কারণ।
শোনা যাচ্ছে, নতুন কাজ খুঁজছেন রুকসার। তাঁর প্রথম পক্ষের মেয়ে আয়সা আহমেদও অভিনেত্রী। মেয়ে ব্যস্ত, মা’ও চাইছেন নতুন কাজের সন্ধান। এর আগে আসাদ আহমেদকে বিয়ে করেন রুকসার। যদিও সেই বিয়েও ভেঙে যায়। এর পর ফারুককে বিয়ে করলেও সেই বিয়েও ভাঙনের মুখে। রুকসার অথবা ফারুক যদিও এই ব্যাপারে এখনও মুখ খোলেননি। তবে তাঁদের অনুরাগীদের মন খারাপ। সিদ্ধান্ত যেন শেষ মুহূর্তে বদলে যায়, সে কামনাই করেছেন তাঁরা। দীপক আনন্দের ছবি ‘ইয়াদ রাখেগি দুনিয়ার’ মধ্যে দিয়েই ডেবিউ হয় তাঁর। তাঁর বিপরীতে ছিলেন আদিত্য পাঞ্চোলী। এ ছাড়াও ‘পিকে’, ‘গড তুসসি গ্রেট হো’, ‘খুদা হাফিজ ২’-এও দেখা গিয়েছে তাঁকে।